কলকাতা 

সুশীল সমাজের প্রতিবাদ ও পড়ুয়াদের অনড় আন্দোলনের জেরে দাবি মেনে নিল মেডিকেল কর্তৃপক্ষ,১৪ দিন পর অনশন প্রত্যাহার করল ছাত্ররা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মেডিকেল পড়ুয়াদের অনমনীয় আন্দোলন সুশীল সমাজের প্রবল চাপের কাছে মেডিকেল কর্তৃপক্ষ পিছু হঠল । অনশনরত ছাত্রদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নেয় পড়ুয়াদের জন্য নতুন হষ্টেল বরাদ্দ করা হবে। অনশনরত পড়ুয়াদের জন্য নতুন হষ্টেলের ২টি করে তলা দেওয়া হবে । এর ফলে প্রথম বর্ষের পড়ুয়াদের সঙ্গে সিনিয়র মেডিকেল কলেজের ছাত্ররা থাকার সুযোগ পাবে।

অনশনকারীদের দাবি মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজের ২০ জন পড়ুয়া অনশন প্রত্যাহার করে নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদেরকে ফলের রস খাইয়ে অনশন ভাঙান। উল্লেখ্য, মেডিকেল কলেজের সিনিয়র ছাত্ররা নতুন হষ্টেল পাওয়ার দাবি জানিয়ে ১৪ দিন ধরে অনশন চালাচ্ছিলেন।

Advertisement

ইতিমধ্যে সুশীল সমাজের পক্ষ থেকে অনশনরত ছাত্রদের পাশে থাকার ইঙ্গিত দেওয়া হয়। মিরাতুন নাহার,কবীর সুমন থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় পর্যন্ত ছাত্রদের দাবিকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। আবার বিজেপি নেতা মুকুল রায় সরাসরি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলেন। কিন্ত শেষ পর্যন্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্থ ছিল । আজ সকালের বৈঠকেও সিদ্ধান্ত নিতে পারেনি। স্বাস্থ্য দপ্তর বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করে এবং সমাধানের জন্য বাধ্য হয়ে নতুন হষ্টেল দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বিধানসভাতেও মেডিকেল কলেজের সিনিয়র ছাত্রদের অনশন নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলেন।

 

চিত্র: অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন প্রাক্তন সাংসদ কবীর সুমন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 5 =