আন্তর্জাতিক 

বারুইপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি জলদস্যু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল পাঁচজন বাংলাদেশী জলদস্যু। বারুইপুর, কুলতলি থানার পুলিশ ও দক্ষিণ ২৪ পরগণা জেলার স্পেশাল অপারেশন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার রাতে কৈখালির জঙ্গলের কাছ থেকে গ্রেফতার করে পাঁচজন জলদস্যুকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬ টি বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ৭ টি তাজা বোমা। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত মাসের শেষ দিকে সুন্দরবনের পিরখালি জঙ্গলে জলদস্যুদের সঙ্গে ঝামেলা বাধে পুলিশের। ঘটনায় কয়েকজন জলদস্যুকে গ্রেফতার করা হলেও অধরা থেকে যায় অনেকেই। এর পর থেকেই শুরু হয় পুলিশি তল্লাশি। শেষ পর্যন্ত কৈখালি জঙ্গলের সামনে থেকে গ্রেফতার করা হয় পাঁচজন জলদস্যুকে। ধৃতদের শনিবার বারুইপুর আদালতে তোলা হবে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =