কলকাতা 

 “বিজেপি-র বিরুদ্ধে ভারতবর্ষে কংগ্রেসই  একমাত্র লড়াই করছে, বিজেপি বিরোধী প্রধান মুখ রাহুল গান্ধী : আবদুল মান্নান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ২১ জুলাইয়ের সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে বিজেপি বিরোধী একমাত্র মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান । আজ সভা শেষে সাংবাদিকদের আবদুল মান্নান বলেন,”বিজেপি-র বিরুদ্ধে ভারতবর্ষে কংগ্রেসই লড়ছে। রাহুল গান্ধিই তো বিজেপি-র বিরুদ্ধে প্রধান মুখ। শুধু পশ্চিমবঙ্গে তো বিজেপি-কে আটকালে হবে না। ভারতবর্ষে আটকাতে হবে। কংগ্রেস ছাড়া আর কে আছে ? রাজস্থানে কে আছে ? গুজরাতে কে আছে ? মধ্যপ্রদেশে কে আছে ? কোথাও তো তৃণমূল নেই। ৪২টি সিট পেলে তো আর ২৭৩ হবে না। কংগ্রেসের নেতৃত্বেই বিজেপিকে রুখতে হবে। কংগ্রেসই বিজেপি-র সঙ্গে কোনওদিন কোনও আঁতাত করেনি। এটা অস্বীকার করতে পারবে না কেউ। কারা বিজেপি-র গর্ভে জন্ম নিয়েছে, কারা বিজেপি-র সঙ্গে আঁতাত করে সরকারে এসেছে সবই দেশের মানুষ জানে।” তিনি আরও বলেন, “আমরা জন্মলগ্ন থেকেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করি। বিজেপি-র জন্ম যখন থেকে হয়েছে তখন থেকে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেখানে কোনওরকম আপস আমরা করিনি। তাই, মমতার বক্তব্য আমাদের কাছে গুরুত্বহীন।”

অন্যদিকে আজ কংগ্রেসের চার বিধায়ক সাবিনা ইয়াসমিন,আবু তাহের,আখরুজ্জামান,সমর মুখার্জি তৃণমূলে যোগ দিয়েছেন । এ প্রসঙ্গে আবদুল মান্নান বলেন,, “যাদের সততা নেই তাদের সম্বন্ধে কথা না বলাই ভালো। ওই চার বিধায়ক স্পিকারকে জানিয়ে দিক, “আমরা তৃণমূলে যোগ দিয়েছি।” তাহলে তো কোনও ব্যাপার নয়। এরা সুবিধাবাদী। বাংলার মানুষ সবই জানে। গতবারও অনেকেই গেছিল। তাদের পরবর্তী সময়ে কী হয়েছে দেখা গেছে। অনেকেই ফিরে এসেছে। কংগ্রেসের লড়াই থামবে না। দরকারে একাই লড়বে কংগ্রেস।”

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 15 =