মমতাপন্থী বুদ্ধিজীবীরাও এবার সরকারের বিরোধিতায়
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুললেন একদা মমতাপন্থী বুদ্ধিজীবী বলে পরিচিত বিদ্বজনেরা।
কলকাতা প্রেসক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট বুদ্ধিজীবী বিভাস চক্রবর্তী পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ‘নন্দীগ্রাম ঘটনার সময় আমরা বাম সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ঐতিহাসিক মিছিল করেছিলাম। সেটা ছিল গনতন্ত্র রক্ষার দাবি। আজ আবারও আমরা সোচ্চার হচ্ছি গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে।’মমতা সম্পর্কে একসময় জোরালো সওয়াল করা বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায় বলেন, ‘ আধিপত্যকে প্রয়োগ করে কেউ কখনও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনা। এই সরকারও পারবেনা।’ বিশিষ্ট শিক্ষাবিদ মীরাতুন নাহার রাজ্য নির্বাচন কমিশনারকে ‘ঠুঁটো জগন্নাথ’ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন। বিশিষ্ট গায়ক পল্লব কীর্তনিয়া বলেন, ‘ একদিন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বর্তমান শাসক দলকে সমর্থন করেছিলাম। কিন্তু আজ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে যে অশান্তির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, তাতে সোচ্চার প্রতিবাদ করা ছাড়া আর কোনও উপায় নেই।’ উল্লেখ্য, আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত বেশিরভাগই ২০১১ সালে পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন।