দেশ 

কেন্দ্রের অনুমোদন মেলেনি, ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে সরল এশিয়াকাপ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুম্বাই, ১০ এপ্রিলঃ ২০১৮ এশিয়া কাপ ভারত থেকে সরে গেল সংযুক্ত আরব আমিরশাহিতে। সূত্রে খবর, চিপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানকে এদেশে স্বাগত জানানোর অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই এশিয়া কাপের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আজ, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এসিসির সদর দফতরে এগজিকিউটিভ বোর্ডের বসে। ওই বৈঠকেই আগামী ১৩ থেকে ২৮ সেপ্টেম্বরের এশিয়াকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার সিদ্ধান্ত হয়েছে। সূত্রে খবর, বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেটিকে স্থান পরিবর্তনের অনুরোধ জানান বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি। তিনি বলেন, কোনও নিরপেক্ষ মাঠে ভারত-পাকিস্তান ম্যাচগুলি খেলার অনুমোদন দিয়েছে কেন্দ্র। বৈঠকে উপস্থিত এসিসির কর্তারা নিরপেক্ষ জায়গা হিসাবে বেছে নিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিকে।
গতবারের এশিয়াকাপ টি টুয়েন্টি ফরম্যাটে হলেও এবারের বিশ্বকাপ ৫০ ওভারের হতে চলেছে। খেলায় অংশগ্রহণ করবে ৬ টি দেশ। এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। সংযুক্ত আরব আমিরশাহি, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানের মধ্যে প্লে অফে জয়ি দল ষষ্ঠ দল হিসাবে এশিয়াকাপে অংশগ্রহণ করতে পারবে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + eleven =