জেলা 

জঙ্গল মহলের বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় নব-দিগন্তের টিম

শেয়ার করুন
  • 92
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  সুদূর জঙ্গল মহলে মানুষ এখন বাস করে এক কঠিন বাস্তবকে নিয়ে ।  বিঞ্জান-প্রযুক্তির এত উন্নতির পর এখনও জঙ্গল মহলের মানুষ আধুনিক সভ্যতা থেকে যোজন মাইল দূরে অবস্থান করে । সামান্যতম নাগরিক পরিষেবা তারা পায় না। এই সব পিছিয়ে এলাকায় চিকিৎসা পরিষেবা পৌছে দেওয়ার লক্ষে নব-দিগন্ত নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌছে দেওয়ার লক্ষে এক স্বাস্থ্য শিবির করে সম্প্রতি। বাঁকুড়া জেলার খাতাম নামে গ্রামে নব-দিগন্তের পরিচালক ডাক্তার ফারুক হোসেন গাজীর নেতৃত্বে ১৩ জনের একটি টিম ওই এলাকায় যায় । খাতাম গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প করা হয় । সেখানে ২০০ জন রোগীকে বিনামূল্যে ঔষুধ দেওয়া হয় এবং তাদের ব্লাড প্রেসার মাপা হয় । সেই সঙ্গে প্রত্যেককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ১৫০ জনকে জামা-কাপড়ও দেওয়া হয় এবং ২৪ জন পড়ুয়াকে স্কুল ব্যাগও প্রদান করে নব-দিগন্তের টিম। নব-দিগন্তে পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প চালানোর জন্য যাঁরা ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন তাঁরা হলেন , ডাঃ ফারুক হোসেন গাজী , ডাঃ মেহেদি হাসান , ডাঃ জুলেখা পারভিন, ডাঃ মঞ্জু বানু , সহকারী প্যারামেডিকেল স্টাফ হিসেবে উপস্থিত ছিলেন, শাহিদ হাসান ও সানা পারভিন প্রমুখ।


শেয়ার করুন
  • 92
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + 13 =