দেশ 

স্বর্ণমন্দিরের চার চুড়ো মুড়ছে সোনায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশ পথের চার দেউড়ির মাথার চুড়ো মুড়ে দেওয়া হচ্ছে ১৬০ কিলো সোনায়। খরচ ৫০ কোটি। সরোবরের মাঝে হরমন্দির সাহিব, অকাল তখত আর দর্শনী দেউড়ির চুড়োর পর এবার এই চারটি চুড়োয়। শিরোমনি গুরদ্বারা প্রবন্ধক কমিটির মুখপাত্র দলজিত সিং বেদি জানিয়েছেন, সৌন্দর্য্য বৃদ্ধির জন্যই এই সিদ্ধান্ত। আনুমানিক ৪০ কিলো সোনা লাগবে চার দেউড়ির জন্য।

এছাড়াও ঘণ্টাঘরের চুড়ো সোনায় মোড়ার কাজ এপ্রিল থেকে চলছে। পারদ দিয়ে সোনার পাত তামার পাতার ওপর লাগানো হচ্ছে । ১৯২ বছর আগে মহারাজা রণজিত্ সিং ১৬ লাখ ৩৯ হাজার টাকা দেন সোনে দি সেবায়। মন্দিরের প্রথম কারিগর ছিলেন মহম্মদ খান। ১৯৮৪ সালে অপারেশন ব্লু স্টারে ধ্বংস হয়ে গিয়েছিল মন্দিরের অনেকটাই। এই সোনা দান করছেন শিখ ভক্তরাই। দিবারাত্র কাজ করে চলেছেন ১০ জন কারিগর।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 2 =