জেলা 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে প্যান্ডেলের একাংশ ভেঙে আহত ৪৪, আহতদের সুচিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর, আহতদের দ্রূত আরোগ্য কামনা কংগ্রেসের

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা চলাকালীন বড়োসড়ো দুর্ঘটনা ঘটল সভাস্থলে। প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৪ জন। আহতদের প্রত্যেককেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ বেলা ১টা নাগাদ মেদিনীপুর শহরের কলেজের মাঠে পৌঁছোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভা উপলক্ষে ওই মাঠে মূল মঞ্চ ছাড়াও মোট তিনটি প্যান্ডেল করা হয়। একটি মূল মঞ্চের সোজাসুজি। এবং অন্য দু’টি তার ডান এবং বাঁ দিকে। সকাল থেকেই প্রবল বৃষ্টির ফলে ক্রমশ নরম হয়ে যাচ্ছিল প্যান্ডেলের কাঠামো। মোদী সভাস্থলে পৌঁছোতেই উৎসাহী কয়েক জন সমর্থক প্যান্ডেলের রেলিং-এর ওপরে উঠে পড়ে। তখনই হুড়মুড় করে ভেঙে পড়ে প্যান্ডেলটি।আহতদের দেখতে হাসপাতালে পৌঁছোন মোদী। আহতদের সবাইকে সার্জিক্যাল বিভাগে রাখা হয়েছে।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে আহতদের দ্রূত আরোগ্য কামনা করেছেন । একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ আহতদের চিকিৎসার সুব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। অন্যদিকে মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করল প্রদেশ কংগ্রেস। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও মোদীর সভায় প্যান্ডেল ভেঙে যারা আহত হয়েছেন তাদের দ্রূত আরোগ্য কামনা করেছেন । প্রদেশ কংগ্রেস এক ট্যুইট বার্তায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।টুইটে বলা হয়েছে, “মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্যের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।সেই সঙ্গে বিজেপির প্রতি বার্তা দিয়ে বলা হয়েছে, “আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের সভা আয়োজনের আগে ব্যবস্থাপনা নিয়ে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করবে বিজেপি।

Advertisement

We pray to God for the speedy recovery of all who got injured today at the BJP rally at Midnapore. We hope @BJP4Bengal will be more careful while organising such events in the future. https://t.co/qV7eOlHkln

— West Bengal Congress (@INCWestBengal) July 16, 2018

 

 

 

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − five =