দেশ 

‘সেক্রেড গেমস’ বিতর্কে মুখ খুলে বাক স্বাধীনতার পক্ষেই সওয়াল করলেন রাহুল গান্ধী

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন : বাবা রাজীব গান্ধীর সমর্থনে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ‘সেক্রেড গেমস’ বিতর্কে মুখ খুলে রাহুল গান্ধী এদিন টুইট করে বলেছেন, বাক স্বাধীনতা প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার খর্ব করা উচিত নয়। কিন্তু রাজীব গান্ধীর অবদান কোনওদিনই মিথ্যা হয়ে যাবে না। একটা কাল্পনিক ওয়েব সিরিজ কখনও দেশের ইতিহাস থেকে রাজীব গান্ধীর অবদান মুছে ফেলতে পারে না। এদিন রাহুল গান্ধীর নিশানা করেন বিজেপি ও আরএসএসকেও। তিনি খোঁচা দিয়ে বলেন, বিজেপি কিংবা আরএসএস মনে করে বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত হওয়া উচিত। কিন্তু আমার কাছে বাক স্বাধীনতা মানে তা নয়। প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা থাকা উচিত।

উল্লেখ্য, নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ সেক্রেড গেমস নিয়ে মামলা  হয়েছে দিল্লির হাইকোর্টে । এই ওয়েব সিরিজে রাজীব গান্ধী সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছিল। ওই বিতর্কিত শব্দ ও বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার জন্যই দিল্লি হাইকোর্টে মামলা হয়। নওয়াজসিদ্দিকী পরিচালিত এই ওয়েব সিরিজ নিয়ে কংগ্রেস কর্মী ও নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই বিষয়ে মুখ খুলে আসলে দলের উদারতার পরিচয় দিলেন বলে ওয়াকিবহাল মহর মনে করছেন।

Advertisement

শেয়ার করুন
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 1 =