যাদবপুরে পড়ুয়াদের আন্দোলনের চাপে সিদ্ধান্ত বদল কর্মসমিতির, প্রবেশিকার মাধ্যমেই হবে ভর্তি
বিশেষ প্রতিবেদক : বাংলার জনরব নিউজ পোর্টাল গতকালই আগাম খবরে বলেছিল যাদবপুরে পড়ুয়াদের চাপেই ফিরতে চলেছে প্রবেশিকা। আজ কর্মসমিতির বৈঠকে সেই খবরেরই সিলমোহর পেল । ৪ জুলাই নেওয়া কর্মসমিতির সিদ্ধান্তকে বাতিল করে ২৭ জুনের সিদ্ধান্তই বহাল রাখল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতি। প্রবেশিকার মাধ্যমেই হবে ভর্তি । জানা গেছে কর্মসমিতির সব সদস্য এই সিদ্ধান্ত মেনে নিলেও যাদবপুরের উপাচার্য ও সহ-উপাচার্য এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি । এমনকি তাঁরা এই সিদ্ধান্তে স্বাক্ষরও করেননি বলে জানা গেছে । তবে যাইহোক শেষ পর্যন্ত ছাত্র আন্দোলন জয় যুক্ত হল বলা যেতে পারে । পড়ুয়াদের প্রবল আন্দোলনের চাপে পিছু হঠতে বাধ্য হল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহুদিন পর যাদবপুরের পড়ুয়ারা একটি শিক্ষার মানোন্নয়নের দাবিতে আন্দোলন করল এবং সেই আন্দোলন পুরোপুরি গান্ধীবাদী আন্দোলন ছিল। যাদবপুরের ছাত্ররা আবার প্রমাণ করল ন্যায় সম্মত দাবিতে আন্দোলন করলে জয় সুনিশ্চিত। যাদবপুরে প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় মনে করা হচ্ছে জট কেটে গেল।