খেলা 

ধাওয়ান ধামাকায় সহজ জয় হায়দরাবাদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

রাজস্থান ১২৫- ৯ (২০ ওভার)
হায়দরাবাদ ১২৭-১ (১৫.৫ ওভার)

হায়দরাবাদ, ৯ এপ্রিলঃ দুুুবছর পর আইপিএলে প্রত্যাবর্তন করে প্রথম ম্যাচেই ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের কাছে সোমবার ৯ উইকেটে পরাজিত

হয় রাহানে অ্যান্ড কোং।
এদিন উপলে ১২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। প্রথম ওভারের শেষ বলে ধবল কুলকার্নির বলে স্লিপে শিখর ধাওয়ানের ক্যাচ হাত ছাড়া করেন রাজস্থান অধিনায়ক আজিঙ্ক রাহানে। সেই সঙ্গেই তিনি ম্যাচটাও হাত ছাড়া করে ফেলেন। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ধাওয়ানের দিকে। ৫৭ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়েই দুরন্ত জয় ছিনিয়ে নেন শিখর। ধাওয়ানের এই দুদ্ধর্ষ ইনিংসটি সাজানো রয়েছে ১৩ টি চার ও ১ টি ছক্কা দিয়ে। অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনও ৩৬ (৩৫) রানে অপরাজিত থাকেন।
টসে জিতে এদিন রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম থেকেই রাজস্থান খেলোয়াড়দের মাথায় উঠতে দেননি হায়দরাবাদের বোলার সিদ্ধার্থ কৌল, শাকিব ও রশিদ খানরা। তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ের জেরেই বড় রান তুলতে ব্যর্থ হন রাহানেরা। একমাত্র সঞ্জু স্যামসন ৪৯ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান তোলে রাজস্থান। সিদ্ধার্থ ও শাকিব নেন ২ টি করে উইকেট। ভুবনেশ্বর কুমার ও রশিদ খান নেন ১ টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২৫ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × five =