কলকাতা 

একাদশ-দ্বাদশের পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ চাকুরি প্রার্থীরা, বিশবাঁও জলে কাউন্সিলিং !

শেয়ার করুন
  • 87
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :  স্কুল সার্ভিস কমিশন আইনের ১২ নং ধারা অমান্য করেই এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু করতে চলেছে এই অভিযোগে চাকুরি প্রার্থীদের একাংশ মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি স্কুল সার্ভিস কমিশনের আইনের ১২ নং ধারায় পরিস্কার বলা হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কোনরূপ নিয়োগ করা যাবে না। সেই তালিকা পিডিএফ ফরম্যাটে প্রকাশ করার দাবি জানিয়ে মুনসী ওয়ারিস আসগর,তনুশ্রী দাস, বিশ্বজিৎ পাল সহ কুড়িজন এমপ্যানেল্ড কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেছেন এসএসসিতে  নিয়োগ সংক্রান্ত স্পষ্ট আইন থাকা সত্ত্বে তা সরাসরি অমান্য করে কাউন্সিলিং করতে চলেছে এসএসসি কর্তৃপক্ষ। এর ফলে দূর্নীতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । তাছাড়া চূড়ান্ত প্যানেল না থাকলে কারা কারা চাকরি পেলেন বা চাকরি প্রার্থীরাও তাদের অবস্থান জানতে পারবে না । সুতরাং গত ৬ জুলাই স্কুল সার্ভিস কমিশন যে বিঞ্জপ্তি জারি করেছে তাকে বাতিল করার জন্য উপরোক্ত ব্যক্তিরা মহামান্য হাইকোর্টে আবেদন করেছে।

জানা গেছে বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে আগামী কাল এই মামলার শুনানী হতে পারে । আগামী কাল শুনানী শুরু হলে তার নিস্পত্তি না হওয়া পর্যন্ত এসএসসির একাদশ-দ্বাদশের কাউন্সিলিং পিছিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

Advertisement

শেয়ার করুন
  • 87
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + 1 =