জেলা 

আসল সিআইডি অফিসারদের হাতে ধৃত, ভুয়ো ২ সিআইডি

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি, : আসল সিআইডির হাতে ধরা পড়ল নকল ২ সিআইডি। ঘটনাটি ঘটেছে, বারুইপুর এলাকায়। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, সিআইডি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তোলার পাশাপাশি, নিজেদের সিআইডি অফিসার হিসেবে পরিচয় দিতেন কার্ত্তিক নাথ ও পূজারী বাসফোর। গোপন সুত্রে এই খবর পেয়ে অভিযুক্তদের ধরার জন্য জাল পাতে সিআইডি। আর সেই জালেই শনিবার দুপুরে বারুইপুর মহকুমা আদালত চত্বরে ধরা দেয় অভিযুক্ত ২ ভুয়ো সিআইডি। ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। অভিযুক্তদের আপাতত বারুইপুর থানার পুলিশের হেফাজতে রেখেছেন সিআইডি আধিকারিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সাল থেকেই এই প্রতারণা চক্র চালিয়ে আসছিলেন অভিযুক্ত ২ ব্যক্তি।  বেশ কিছুদিন ধরে সিআইডি আধিকারিকদের কাছে এ বিষয়ে খবর আসে। এ বিষয়ে সিআইডিকে তথ্য দিয়ে সাহায্যে করে একটি বেসরকারি সংস্থা। এই সংস্থার এক কর্মীকে চাকরি দেওয়ার নাম করে শনিবার টাকা নিয়ে বারুইপুর আদালত চত্বরে আসতে বলেন, ঐ দুই ভুয়ো সিআইডি কর্তা। এদিন দুপুর নাগাদ ঐ বেসরকারি সংস্থার কর্মীরা এলে, তাদের সাথে কথা বলার সময় ও নগদ টাকা নেওয়ার সময় হাতে নাতে সিআইডি আধিকারিকরা ভুয়ো ২ ব্যক্তিকে ধরে ফেলেন। ধৃতদের কাছ থেকে ভুয়ো পরিচয় পত্র উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। আপাতত বারুইপুর থানার লকআপেই রাখা হয়েছে অভিযুক্তদের।


শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 5 =