জেলা 

 ১০ জুলাই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আগামী ১০ জুলাই মঙ্গলবার কোচবিহার চাংরাবান্ধ্যায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে ওই বৈঠক ঘিরে প্রশাসনের তৎপরতা তুঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী ছোট্ট শহরটিতে। বৈঠকটি হবে চ্যাংড়াবান্ধা কমিউনিটি হলে। বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী-সহ অন্য ভিভিআইপিদের আসতে হবে চ্যাংড়াবান্ধা সার্ক রোড ধরে। চ্যাংড়াবান্ধা বিডিও অফিস থেকে ভিআইপি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে বেহাল সার্ক রোড। যানজটও নিত্যযাত্রীদের প্রতিদিনের দুর্ভোগের কারণ। বৈঠকের দিন যানজট নিয়ন্ত্রণ-সহ সব কিছু ঠিকঠাক উতরে দেওয়া প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। তবে বাসিন্দাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর আসার খবর চূড়ান্ত হতেই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে প্রশাসন।
প্রশাসনের এত সক্রিয়তা আগে দেখেননি সাধারণ মানুষ। যে কমিউনিটি হলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা, সেই হলের চারপাশেও বালি, মাটি ফেলে সংস্কার চলছে জোর কদমে। শনিবারও চ্যাংড়াবান্ধায় কমিউনিটি হলের কাজকর্ম পরিদর্শন করে গিয়েছেন পুলিশ এবং কোচবিহার জেলা প্রশাসনের বিভিন্ন অধিকারিকরাও। বিভিন্ন বিষয়ে তাঁরা ঘনঘন খোঁজখবরও নিচ্ছেন বলে জানা গিয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি প্রশাসনের কোন কর্তাই।


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − four =