আন্তর্জাতিক 

সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরে

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব দরবারে আবারও মুখ পুড়ল পাকিস্তানের। সন্ত্রাসে মদতের অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খোদ পাক অধিকৃত কাশ্মীর। ভারতের সুরে সুর মিলিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অভিযোগ, সরকারি ছত্রছায়াতেই জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে উঠেছে ওই অঞ্চল। রীতিমতো আভয়ারণ্যে পরিনত হয়েছে অধিকৃত কাশ্মীর। এসবের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছে ইসলামাবাদ। অথচ সাধারণ মানুষের ন্যূনতম মৌলিক চাহিদার দিকে কারও কোনও নজর নেই। না আছে শিক্ষা, চিকিৎসা, না রাস্তাঘাট, বাড়ছে বেকারত্ব।

তাহলে কেন পাকিস্তান সরকারকে ট্যাক্স দেওয়া হয়? প্রশ্ন তাঁদের। তাই এবার প্রতিবাদে রাস্তায় নেমছে পিওকে’র বাসিন্দারা। বিশেষ করে রাওয়ালকোট, তারার খেল-সহ একাধিক আন্দোলনে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারীদের আরও বক্তব্য, ৯/১১-র পর থেকেই অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গাড়তে শুরু করেছে লস্কর ও জইশের মতো জঙ্গি সংগঠনগুলি ৷ জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফের নেতা সর্দার জাগির খান জানান, প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার ৷ নিরাপদ নন নারী ও শিশুরা ৷ আশ্রয় নেয়া জঙ্গি সংগঠনগুলিই এখন উল্টো পেছন থেকে ছুরি মারছে । আর পুরোটাই হচ্ছে আইএসআইয়ের ও ইসলামাবাদের মদতে। ভবিষ্যতে আরও বৃহৎ গণ-আন্দোলন গড়ে তোলার হুমকিও দিয়েছেন তিনি।

Advertisement


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × five =