দেশ 

ন্যাশনাল পুলিশ একাডেমির পরীক্ষায় ফেল ১১৯ জন আইপিএস

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : দেশের অন্যতম সেরা চাকরির পরীক্ষায় এঁরা পাশ করেছেন। আর কয়েক মাস পরেই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবেন। ২০১৬-র ব্যাচে পাশ করা আইপিএসরা এবার ন্যাশনাল পুলিশ একাডেমির পরীক্ষায় ডাহা ফেল। মোট ১২২ জন আইপিএস অফিসারের মধ্যে ফেল করেছেন ১১৯ জন । অর্থাৎ পাশ করেছেন মাত্র তিন জন। হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির পরীক্ষায় মোট ১৩৬ জন আইপিএস বসেছিলেন ্ এর মধ্যে ১৪ জন হলেন ফরেন পুলিশ ফোর্সের অফিসার। জানা গেছে এক একাধিক বিষয়ে ফেল করা অফিসাররা আরও দু বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সবচেয়ে বেশি ফেল করেছে ইন্ডিয়ান পেনাল কোড ও ক্রিমিনাল প্রসিডিওর কোড পরীক্ষায়। তিনবারেও সব বিষয়ে পাশ করতে না পারলে তাদের পুলিশের চাকরি চলে যাওয়ার আশংকা রয়েছে ।

বিশেষ সূত্রে জানা গেছে, পুলিশ একাডেমির ইতিহাসে এর আগে সদ্য পাশ করা আইপিএসদের ট্রেনিং-র পরীক্ষায় এত খারাপ ফল হয়নি। উল্লেখ্য চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাওয়ার পর নবাগত আইপিএসদের হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমিতে ৪৫ সপ্তাহ ধরে প্রশিক্ষন হয় । প্রশিক্ষন শেষ হওয়ার পর এদেরকে পোষ্টিং দেওয়া হয়।

Advertisement

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 2 =