জেলা 

দিঘার সৈকত সংলগ্ন এলাকায় নোংরা ফেললে জেল কিংবা জরিমানা দিতে হবে সিদ্ধান্ত স্থানীয় পঞ্চায়েতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পূর্ব  মেদিনীপুরের দিঘায় বেড়াতে এসে এবার সাবধান সৈকত শহরকে অপরিচ্ছন্ন করলেই হতে পারে জেল জরিমানা। সৈকতে বসে চা খেয়ে কাপ ফেলুন ডাস্টবিনে। খালি জলের বোতল কিংবা পলিথিন পান কিংবা গুটখার থুথুও ফেলুন নির্দিষ্ট জায়গায়। অন্যথায় সৈকতে বেড়াতে এসে হয়তো হাতে পরতে পারে হাতকড়া, নতুবা দিতে হতে পারে জরিমানা। রাজ্য সরকারের উদ্যোগে দিঘা সৈকতকে সাজিয়ে তোলা হয়েছে।

ক্লিন দিঘা, গ্রীন দিঘা করার উদ্যোগও নিয়েছে সরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার পর্যটকদের সচেতন করার জন্য লাগানো হয়েছে পোস্টার। কিন্তু তাতেও হুঁস ফেরেনি পর্যটকদের। দিঘা সহ মন্দারমনি ও তাজপুরেও সৈকতে অনেক আগে থেকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্লাস্টিক। বর্জ্য পদার্থ ফেলার নির্দিষ্ট জায়গাও তৈরি রাখা হয়েছে। তাও কিছু পর্যটক প্লাস্টিক এবং দূষিত বর্জ্য নির্দিষ্ট জায়গায় না ফেলে সৈকতকে দূষিত করছিলেন। পর্যটকদের এমন হঠকারিতা বন্ধের জন্য প্রশাসন আরও বেশি সজাগ হলো । সৈকত শহর গুলিকে ক্লিন ও গ্রীন করতে রামনগর ১ও ২ পঞ্চায়েত সমিতি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবার নিয়ম ভেঙে সৈকতে দূষণ ছড়ালে জরিমানার পাশাপাশি গ্রেফতারও করা হবে পর্যটকদের।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 4 =