কলকাতা 

বাংলার জনরবের আগাম খবরে সিলমোহর একাদশ-দ্বাদশের কাউন্সিলিং শুরু হচ্ছে ১৬ জুলাই

শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : গত জুন মাসেই বাংলার জনরব নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছিল জুলাইয়ের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। এই খবর প্রকাশিত হওয়ার পর অনেকে জানতে চেয়েছেন আদৌ কাউন্সিলিং হবে তো , না ফেক নিউজ ? বিশেষ সূত্রে খবরের প্রতি আমাদের বিশ্বাস ছিল তাই যারা প্রশ্ন  করেছেন প্রত্যেকেই আমাদের উত্তর সূত্রের এই খবর জুলাই মাসের প্রথম সপ্তাহে দিকেই; সত্য কী মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে। আসলে আমরা অল্পদিন যাত্রা শুরু করেছি,কিন্ত পাঠকরা বিশ্বাস রাখতে পারেন রাজনীতি থেকে সামাজিক ইস্যুতে আমরা যে খবর পরিবেশন করি তা সবটাই সত্য । নিজেদের প্রচারের জন্য নয়, আমরা সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা মেনে চলি । সবার আগে আগাম খবর যাচাই করার পরই প্রকাশ করা হয়।

স্কুল সাভিস কমিশন তার ওয়েবসাইটে নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে, আগামী ১০ জুলাই কমিশনের ওয়েবসাইটে বিদ্যালয়ের নামসহ বিষয় ভিত্তিক শূন্যপদ প্রকাশ করা হবে । ওয়েবসাইটে প্রকাশিত বিদ্যালয়ের নাম ঠিকানাগুলি থেকে মেধা তালিকা অনুসারে প্রার্থীরা নিজের পচ্ছন্দ মত বিদ্যালয় বেছে নিতে পারবে। আগামী ১৬ জুলাই সোমবার থেকে একাদশ-দ্বাদশের কাউন্সিলিং শুরু হবে,চলবে ২১ জুলাই পর্যন্ত। কাউন্সিলিং-র জন্য স্কুল সার্ভিস কমিশন থেকে কোন আলাদা চিঠি পাঠানো হবে না । কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com ভিজিট করে মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা নিজেদের রোল নং ও জন্ম তারিখ দিলেই কাউন্সিলিং-র চিঠি বেরিয়ে আসবে তা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। আর ওই ডাউনলোড করা চিঠিতেই কাউন্সিলিং সময় দেওয়া থাকবে। কাউন্সিলিং হবে স্কুল সার্ভিস কমিশনের কলকাতার অফিস সল্টলেকের করুণাময়ীতে।

Advertisement

শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − twelve =