দেশ 

করোনা সংকটে দেশের মানুষ যখন বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে মোদী সরকার তখন মুনাফা করছে , গরীব বিরোধী সরকার বলে কটাক্ষ রাহুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে দেশজুড়ে যখন সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়েছে ঠিক তখনই মোদী সরকার বিপর্যয়কে কাজে লাগিয়ে আর্থিক মুনাফা করেছে বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী । এ প্রসঙ্গে তিনি পরিযায়ী শ্রমিক ইস্যুতে তোপ দেগেছেন । তিনি দাবি করেছেন এই পরিস্থিতিতেও রেল মন্ত্রক পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌছানোর নামে ৪২৯ কোটি টাকা আয় করেছে । এটা আসলে গরীবদেরকে শোষণ করে আয় করা হয়েছে বলে রাহুল গান্ধী দাবি করেছেন ।

শ্রমিক স্পেশাল ট্রেন বাবদ রেল কত টাকা আয় করেছে, শনিবার তার একটি রিপোর্ট টুইটারে তুলে ধরেন রাহুল। তিনি লেখেন, ‘‘রোগের কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছে। মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, আর কেউ লাভ ঘরে তুলতেই ব্যস্ত—বিপর্যয়কে মুনাফায় বদলে নিয়ে আয় করছে সরকার।’’

Advertisement
 পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গত ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সম্প্রতি রেলমন্ত্রর তরফে যে তথ্য প্রকাশ করা হয়, তা থেকে জানা গিয়েছে, ৯ জুলাই পর্যন্ত ৪ হাজার ৪৯৬টি ট্রেন চালিয়েছে রেল। সব মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে গন্তব্যে পৌঁছে দিয়েছে তারা। তাতে ভাড়া বাবদ ৪২৯ কোটি ৯০ লক্ষ টাকা আয় হয়েছে।
এর মধ্যে গুজরাত থেকেই সবচেয়ে বেশি আয় হয়েছে বলে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের ভাড়া বাবদ ১০২ কোটি টাকা রেলকে দিয়েছে তারা। মহারাষ্ট্র দিয়েছে ৮৫ কোটি টাকা এবং তামিলনাড়ু ৩৪ কোটি টাকা দিয়েছে। তা নিয়েই কেন্দ্রকে একহাত নিয়েছেন রাহুল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × five =