দেশ 

স্বাস্থ্যবিধি অমান্য করেই জনসভা মধ্যপ্রদেশের মন্ত্রীর ? করোনার আঁতুর ঘর শিবরাজের মন্ত্রীসভা !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কথায় কথায় মমতা সরকারকে নির্দেশিকা পাঠাচ্ছে । করোনা মোকাবিলায় কী করতে হবে , এটা কেন করা হয়নি । অথচ বিজেপি শাসিত রাজ্যগুলি মহামারি আইনের কোনোটাই মানছে না । কেন মানছে তা নিয়ে অমিত শাহ নিরব ? মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে সরিয়ে দিয়ে বিজেপি শাসন প্রতিষ্ঠা করার পর থেকেই সেখানে করোনা সংক্রমণ বেড়েই চলেছে । মহামারি আইন তোয়াক্কা না করেই বিজেপির নেতা-মন্ত্রীরা সভা-সমাবেশ করছে ।

এদিকে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের মন্ত্রীসভার এক সদস্য অরবিন্দ সিং ভাদোরিয়ায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ।  তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে শিবরাজের মন্ত্রিসভায়। কারণ, বুধবারই মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ভাদোরিয়া। শিবরাজের নেতৃত্বে সেই বৈঠকে আরও অনেক মন্ত্রীরা ছিলেন। তাঁদের মধ্যেই বসেছিলেন ভাদোরিয়া। আর বুধবার সন্ধেবেলাতেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement

কীভাবে করোনায় আক্রান্ত হলেন এই প্রভাবশালী মন্ত্রী ? জানা গিয়েছে, গত সপ্তাহে নিজের বিধানসভা কেন্দ্রে এক বিরাট জনসভার আয়োজন করেছিলেন ভাদোরিয়া। কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে সেই সভায় অনেকেই উপস্থিত ছিলেন। তারপরই উপসর্গ দেখা দেয় মন্ত্রীর শরীরে। বুধবার রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রী নিজে সবাইকে অনুরোধ করেছেন, যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে গত কয়েকদিনে এসেছেন তাঁরা যেন কোভিড টেস্ট করিয়ে নেন। তবে মন্ত্রীর দাবি, তিনি উপসর্গহীন। শুধু একটু গলা ব্যথা রয়েছে। এছাড়া আর কোনও সমস্যা তাঁর নেই। তবে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। তাঁকে নিয়ে চারজন বিজেপি বিধায়ক, তিনজন কংগ্রেস বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রী কোভিড পজিটিভ হলেন।

এদিকে, মন্ত্রীর কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে শিবরাজ সিং ও তাঁর সরকারের মুণ্ডপাত করছে বিরোধী কংগ্রেস। করোনা পরিস্থিতির মধ্যে স্রেফ মন্ত্রী হওয়ার ফায়দা নিয়ে নিয়ম ভেঙে জনসভার আয়োজন করেন ভাদোরিয়া। এমনই অভিযোগ উঠেছে। তাঁর সভায় কোনও স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ। সেই সভারও ভিডিও ভাইরাল হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + ten =