কলকাতা 

জঙ্গল মহলে বিজেপিকে রুখতে নয়া কৌশল মমতার ; কী সেই কৌশল জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : আগামী বিধানসভা নির্বাচনের দিকে নতুন করে দলকে সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতার দাবার চালে বেশ খানিকটা বেকায়দায় পড়েছে বিজেপি । জঙ্গল মহলে বিজেপি গত লোকসভা নির্বাচনের সময় ভাল ফল করেছে । কিন্ত সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে সেখানকার রাজনীতি । অনেকটা পায়ের তলায় মাটি পেয়েছে তৃণমূল কংগ্রেস । এই অবস্থায় সদ্য জেল থেকে ছাড়া পাওয়া জনপ্রিয় আদিবাসী নেতা ছত্রধর মাহাতোকে দলের রাজ্য সম্পাদক করে আদিবাসীদের কাছে তৃণমূলকে নতুন করে তুলে ধরলেন । এবার রাজ্য কমিটিতে শুধুমাত্র ছত্রধর মাহাতো নয় , ঠাই পেয়েছেন সুকুমার হাঁসদা , শান্তিরাম মাহাতোর মত জেলা নেতারা ।

এথেকে স্পষ্ট জঙ্গলমহলকে আলাদ গুরুত্ব দিতে চান নেত্রী । ঝাড়গ্রাম-পুরুলিয়া-বাঁকুড়া জেলায় আবার নতুন করে শক্তি বাড়াতে ছত্রধরের উপরেই আস্থা রাখলেন নেত্রী ।  বাম আমলে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে জঙ্গলমহলে গড়ে ওঠা জনসাধারণ কমিটিতে ছত্রধর মাহাতোর ভূমিকা কী ছিল, তা বেশ ভাল জানতেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।  এখনও তাই লালগড়-সহ জঙ্গলমহলের একাংশে ছত্রধরের মতো ব্যক্তিত্বের কী প্রভাব, তা তিনি সম্যক উপলব্ধি করেছেন। গত বছর জেলমুক্তির পর ছত্রধর নায়কের মতো লালগড়ে নিজের গ্রামে ঢুকেছিলেন। তাঁকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও কত আবেগ, তা বুঝেছিলেন সকলে। তখনই জল্পনা উসকে উঠছিল, তবে কি এবার সরাসরি মূলস্রোতের রাজনীতিতে ফিরছেন ছত্রধর? তখন এ প্রশ্নের উত্তর মেলেনি, মিলল আজ। ছত্রধরকে সামনে রেখেই ফের ওই অংশের রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে চাইছেন মমতা। তাই সরাসরি তাঁকে রাজ্য কমিটির সম্পাদক পদে বসালেন তৃণমূল নেত্রী।

Advertisement

জঙ্গলমহলের তিনি জেলার সভাপতি পদে বদল আনলেন নেত্রী । জনপ্রিয়তা স্বচ্ছতা , দক্ষতা এবং সততার পুরস্কার দিলেন নেত্রী ।  পুরুলিয়ার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রী শান্তিরাম মাহাতোকে। বদলে নতুন সভাপতি হলেন গুরুপদ টুডু, যিনি আবার সম্পর্কে আরেক মন্ত্রী সন্ধ্যারানি টুডুর স্বামী।  ঝাড়গ্রামে নেত্রীর নিজের অত্যন্ত পছন্দের পাত্রী বীরবাহা সোরেনকে সরিয়ে দেওয়া হল একুশের দিকে চোখ রেখে। তাঁর জায়গায় জেলা সভাপতি হলেন দুলাল মুর্মু। বাঁকুড়ায় তৃণমূলের নতুন জেলা সভাপতি হলেন শ্যামল সাঁতরা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 18 =