কলকাতা 

মিশন ২০২১ : স্বচ্ছ ভাবমূর্তি ও তারুণ্যের নয়া ব্রিগেড তৃণমূলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলার জনরব বারবার দাবি করছিল তৃণমূলের নেতৃত্বে গুরুত্ব দেওয়া হোক মহুয়া মৈত্র , শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে । দেরিতে হলেও শেষ পর্যন্ত তা মেনে নিলেন তৃণমূল নেতৃত্ব । মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিবর্তন আনলেন দলীয় নেতৃত্বের । ২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সাংগঠনিক কাঠামোর যে পরিবর্তন করা হল তা নিয়ে কোনো সন্দেহ নেই ।

স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের বিশেষ গুরুত্ব : দলের সাংগঠনিক পরিবর্তনের সব চেয়ে গুরুত্ব পেলেন সেই সব নেতা যারা এতদিন দলের মধ্যেই দূনীর্তির বিরুদ্ধে লড়াই করছিলেন । মহুয়া মৈত্র , পার্থ প্রতিম রায় , রাজীব বন্দ্যোপাধ্যায় , শ্যামল সাঁতরা , শুভেন্দু অধিকারীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।

Advertisement

দূনীর্তির সঙ্গে আপোষ নয় বার্তা দিলেন নেত্রী :  দূনীর্তি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর রাজ্য জুড়ে শোরগোল উঠেছিল । দলের মধ্যেই তাঁর বিরুদ্ধে সরব হন অনেকেই । কিন্ত রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাঁর প্রমাণ হাওড়া জেলার সভাপতি পদে বদলে । অরূপ রায়ের বদলে সভাপতি হয়েছেন তরুণ মন্ত্রী লক্ষীরতন শুক্লা । অরূপ রায় দূনীতিগ্রস্থদের সঙ্গে আপোষ করছেন বলে অভিযোগ উঠেছিল । এদিকে দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি অর্পিতা ঘোষকে সরিয়ে দেওয়া হল । তাঁর জায়গায় স্বচ্ছ ভাবমূর্তির কাউকে সভাপতি করা হবে বলে জানা গেছে ।  সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ অফিসে বসে কাটমনি নেওয়ার কথা বলছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । তিনি ছিলেন জেলা পরিষদের মেন্টর । মূলত এই কারণেই অর্পিতা ঘোষকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে ।

অন্যদিকে মহুয়া মৈত্রও কয়েক মাস আগে পঞ্চায়েত স্তরে দূনীর্তি নিয়ে সরব হয়েছিলেন । তা নিয়ে কম জলঘোলা হয়নি । বাংলার জনরব এই সময় লিখেছিল , মহুয়া মৈত্ররাই দলের সম্পদ । যদিও নদিয়া জেলার একাধিক তৃণমূল নেতা মহুয়া মৈত্রের বিরোধী বলে শোনা যায় । তবু মহুয়াতেই আস্থা রাখলেন মমতা । তবে এক্ষেত্রে সবাইকে কাছে রাখার চেষ্টা করেছেন মমতা । তিনি পর্যবেক্ষক পদটি তুলে দিয়েছেন , আবার চেয়ারম্যান নামে একটি পদ তৈরি করেছেন । যারা বাদ গেছেন তাদেরকে ওই পদ দেওয়া হয়েছে । এদের মধ্যে নদিয়ায় উজ্বল বিশ্বাস, কোচবিহারে বিনয় কৃষ্ণ বর্মণ, পুরুলিয়ায় শান্তিরাম মাহাতোরা সভাপতির পদ খুইয়েও চেয়ারম্যানের পদ পেলেন। বীরভূমের আশিস বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনায় নির্মল ঘোষদের মতো প্রভাবশালী নেতাদেরও দেওয়া হল চেয়ারম্যানের পদ।

কোর কমিটিতে জায়গা হল শুভেন্দু-র : শুভেন্দু অধিকারীকে নিয়ে সবচেয়ে চর্চা হয় রাজ্য রাজনীতিতে । সেই শুভেন্দু অধিকারীকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে তাঁকে নেওয়া হয়েছে । দলের শীর্ষস্থানে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাত জনের কমিটি তৈরি হয়েছে । সেই কমিটিতে জায়গা পেয়েছেন শুভেন্দু অধিকারী ,সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শান্তা ছেত্রী। রাজ্য কমিটিতে জায়গা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় , ছত্রধর মাহাতো , চূড়ামণি মাহাতোর মত জেলার নেতারা ।

আজকের কমিটি দেখে বলা যায় মমতা রাজ্যবাসীকে বার্তা দিলেন দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তির নেতারাই তাঁর দলের প্রকৃত সম্পদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + 2 =