দেশ 

সাংবিধানিক অধিকার প্রশ্নে সুপ্রিম কোর্টে গেলেন রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের রাজনৈতিক সংকট এখন সুপ্রিম কোর্টে পৌছে গেল । আগামী শুক্রবার রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশী সচিনদের কাছে কৈফিয়ত তলব করে যে নোটিশ দিয়েছিল তার বিরুদ্ধে সচিন অনুগামীরা হাইকোর্টে মামলা করেন । সেই মামলার রায় আগামী শুক্রবার বের হওয়ার কথা । এর মধ্যে রাজস্থান বিধানসভার স্পিকার সিপি জোশী জানিয়ে দিলেন তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন ।

বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে সিপি জোশী বলেন, ‘‘আমি শুধু কারণ জানতে চেয়ে নোটিস দিয়েছি। এটা কি আমার অধিকারের মধ্যে পড়ে না? বিধায়কদের নোটিস ধরানোর পূর্ণ অধিকার রয়েছেন স্পিকারের। স্পিকার সিদ্ধান্ত নেওয়ার পরই তা নিয়ে আদালতে যাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত যা ঘটেছে, তা সংসদীয় গণতন্ত্রের জন্য বিপজ্জনক। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্ত লঙ্ঘিত হয়েছে।’’

Advertisement
জোশী আরও বলেন, ‘‘আমাদের দেশে সব কিছু সংবিধান মেনেই হয়। সংসদীয় গণতন্ত্র মেনে এখানে নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের কর্তব্য পালন করেন। ঐতিহ্য মেনে আমরা কাজ করি। কিন্তু তার মধ্যেও আয়ারাম গয়ারামদের জন্য সংবিধানে সংশোধন ঘটানো হয়েছিল। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও বিধায়ককে অযোগ্য মনে হলে তাঁর পদ খারিজ করার অধিকার রয়েছে স্পিকারের। শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী বিধায়কদের নোটিস ধরানোর পূর্ণ অধিকার রয়েছে স্পিকারের। স্পিকার কোনও সিদ্ধান্ত নেওয়ার পরই তার বিরুদ্ধে আদালতে যাওয়া যায়।’’

গোটা ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ এবং একটার পর একটা তারিখ ঘোষণা করে বিষয়টি অযথা বিলম্বিত করার বিরুদ্ধেই তিনি হাইকোর্টে যাচ্ছেন বলে জানান সিপি জোশী। তাঁর কথায়, ‘‘বিচারব্যবস্থা এবং প্রশাসনের মধ্যে কোনও সঙ্ঘাত পরিস্থিতি তৈরি হোক, তা চাই না আমি। কিন্তু ইচ্ছাকৃত ভাবে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। বিধানসভার মর্যাদা রক্ষা করতেই হবে। তাই সাংবিধানিক সঙ্কট তৈরি হওয়ার আগে সুপ্রিম কোর্ট পরিস্থিতি সামলে নিক, এমনটাই চাই আমি। নোটিস দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে আমার। সেই অধিকার প্রয়োগ করতে পারব না কেন?’’

জানা গেছে , প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল সুপ্রিম কোর্টে সিপি জোশীর হয়ে সওয়াল করবেন । সংবিধানের ১১২ নং ধারায় বলা হয়েছে , বিধানসভার কাজকর্মে হস্তক্ষেপ করতে পারে না আদালত। কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নে‌ওয়া হয়ে গেলে, তার পর আদালতে সেটিকে চ্যালেঞ্জ জানানো যায়। তাই স্পিকার যেহেতু চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি, শুধুমাত্র কারণ দর্শানোর নোটিস ধরিয়েছিলেন, এ ব্যাপারে হাইকোর্ট কোনও সিদ্ধান্ত নিতে পারে না বলে আদালতে জানানো হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 19 =