কলকাতা 

তৃণমূলে যোগ দেওয়ার আগেই গুরু দায়িত্ব পেলেন সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : সিপিএম থেকে বহিস্কৃত হয়ে যিনি এক সময় মুকুল রায়ের ঘনিষ্ট হয়েছিলেন সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটে ঠাঁই পেলেন । তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ না দিয়েই তিনি হয়ে গেলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন কোর কমিটির চেয়ারম্যান। এই দপ্তরের মন্ত্রী আবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়,সুতরাং হিসেব মত ঋতব্রত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন । সম্ভবত, ঋতব্রতই প্রথম ব্যক্তি যিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ না দিয়েই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত হলেন।

প্রসঙ্গত বলা প্রয়োজন, এই সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছিলেন। তা সত্ত্বে শুধুমাত্র রাজনৈতিক কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে ঠাঁই পেয়েছেন । অবশ্য জানা গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই শহীদ মঞ্চে তৃণমূলে যোগ দিতেন তার আগেই সরকারি কমিটির চেয়ারম্যান করে কার্যত তাঁর তৃণমূলে প্রবেশের পথকে সুগম করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + ten =