বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো ‘প্রগতি’-র ঈদ সংকলন- ২০২০

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কোভিড-১৯ এর দীর্ঘ লকডাউন, আমপানের বিপর্যয় কাটিয়ে সম্প্রতি প্রকাশিত হলো মহম্মদ আলী সম্পাদিত প্রগতি (২০২০) ৫৯তম বর্ষ ঈদ সংকলন।যাদের মূল্যবান প্রবন্ধ/নিবন্ধে এবারের সংকলনটি সমৃদ্ধ হয়েছে তাঁরা হলেন প্রাবন্ধিক মীরাতুন নাহার, মিলন দত্ত, হুমায়ুন সাত্তার, আমিনুল ইসলাম, সেখ ইবাদুল ইসলাম, ড. সুরঞ্জন মিদ্দে, জহর সরকার, অনির্বাণ চট্টোপাধ্যায়, সেমন্তী ঘোষ, শিলাদিত্য সেন, জয়ন্ত রসিক, গোলাম রাশিদ, ড. অমরেন্দ্র নাথ বর্দ্ধন, মতিউর রহমান,মহম্মদ আলী, আফরোজা খাতুন প্রমুখ।
গল্প লিখেছেন সৈয়দ রেজাউল করিম, বদরুদ্দোজা হারুন, কালাম শেখ, বিধান সাহা, শেখ আব্দুল মান্নান, সবিতা বেগম, মুজতবা আল মামুন, সামসুদ্দিন পুরকাইত,সারফুদ্দিন মল্লিক, স্বপন কুমার হালদার, অরূপ বন্দ্যোপাধ্যায়, রাম ব্যানার্জী, প্রতীক্ষা মল্লিক, বাংলাদেশের নাজিব ওয়াদুদ ও দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান প্রমুখ।
কবিতা লিখেছেন মোরসালিন মোল্লা, খায়রুল বাসার, বিদিশা করিম, জাহাঙ্গীর মিদ্দে, সেখ নাজমুল হোসেন, মনিরা খাতুন, কাজী হাবিবুর রহমান, আঞ্জু মনোয়ারা আনসারী, সতীরঞ্জন আদক,হজরত আলী, রণজিৎ হালদার, গুরুপদ মজুমদার, অদৃশ্য নাথ, রাসেদ মোল্লা, আইয়াজ মাহমুদ, আলোক সোম, ড. প্রিয় গোপাল মুখোপাধ্যায়,ড. মনীষা চক্রবর্তী, তপতী গোস্বামী, অসমের তুষারকান্তি সাহা, সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশের ফজলুল হক তুহিন, আলী সোহারব প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 1 =