কলকাতা 

বিধায়কের রহস্য মৃতুতে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাইকোর্টে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : উত্তর দিনাজপুরের হেমতাবাদের সিপিএমের টিকিটে জয়ী বিধায়ক হয়েও তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে । গত ১৩ জুলাই তার মৃতদেহ উদ্ধার হয় তাঁর অদূরে বালিয়া বাজার থেকে । আর এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি ।

রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ । কিন্ত সিআইডি তদন্তের প্রতি অনাস্থা জানিয়ে বিধায়কের স্ত্রী সিবিআই তদন্তের আর্জি  জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন । সেই মামলা আজ খারিজ করে দিয়েছে আদালত । ঘটনায় তদন্তভার সিআইডির হাতে রাখার নির্দেশ দেন সিঙ্গল বেঞ্চ।

Advertisement

বিচারপতি নির্দেশ দেন, ১৪ দিনের মধ্যে কলকাতা মেডিক্যাল এবং হাসপাতালের ফরেনসিক বিভাগকে বিধায়কের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে নয়া রিপোর্ট জমা দিতে হবে। একইসঙ্গে সিআইডির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের (এডিজি) নজরদারিতে সেই মৃত্যুর তদন্ত চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট।

এই রায়ে অবশ্য খুশি নয় বিধায়কের পরিবার। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন বিধায়কের স্ত্রী। হাইকোর্টে প্রয়াত বিধায়কের স্ত্রীর আইনজীবী বলেন, ‘কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে। আমরা শীঘ্রই ডিভিশন বেঞ্চে আবেদন জানাব।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × two =