কলকাতা 

জুন মাসের নয়া বিল না আসা পর্যন্ত টাকা দেবেন না , গ্রাহকদের কাছে আবেদন জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এপ্রিল -মে মাসের বকেয়া বিল দিতে হবে না বলে সিইএসসি জানিয়েছে । কিন্ত প্রশ্ন যারা ওই বিল ইতিমধ্যেই জমা দিয়েছে তাদের কী হবে ? আজ বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সিইএসসি কর্তাদের বৈঠক হয় । সেই বৈঠকে ঠিক হয়েছে নতুন করে বিল পাঠানোর পরেই জুন মাসের টাকা পরিশোধ করবেন গ্রাহকরা ।

লাগামছাড়া বিদ্যুতের বিল নিয়ে মানুষের ক্ষোভ এবং লাগাতার প্রতিবাদে কার্যত পিছু হঠেছে সিইএসসি। সংস্থার তরফে রবিবার রাতে জানানো হয়, এপ্রিল এবং মে মাসের বকেয়া মাসুল দিতে হবে না। জুন মাসের বিলের টাকা জমা দিলেই হবে। তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। যাঁরা ইতিমধ্যেই টাকা জমা দিয়েছেন তাঁরা কী করবেন? জুন মাসের নতুন বিলে কত ইউনিট ধরা হবে? সেই বিল কত দিনের মধ্যে পাঠানো হবে? এ দিন সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। তার পর তিনি বলেন, “আমার সঙ্গে সিইএসসি-কর্তাদের কথা হয়েছে। ওঁরা নতুন করে বিল পাঠাবেন। সেই বিল হাতে না পাওয়া পর্যন্ত কেউ টাকা জমা করবেন না। ওঁরা একটু সময় চেয়েছেন। দু’তিন দিন সময় লাগবে।”

Advertisement
এ বিষয়ে সিইএসসি কর্তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। তার পর বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তারা আলোচনা করেন। কিন্তু ওই প্রশ্নগুলির জবাব তাঁরা বিদ্যুৎমন্ত্রীকে জানাতে পারেননি। সময় চেয়েছেন।

শোভনদেববাবু বলেন, “আমার সঙ্গে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। বিল ধরে ধরে ওদের কাছে ব্যাখা চেয়েছি। কোনও গ্রাহকের লাইন কাটা যাবে না। লেট পেমেন্ট চার্জ করা যাবে না।” তাঁর দাবি, এ বিষয়ে প্রথম থেকেই পদক্ষেপ করা হয়েছে। শোভনদেবের কথায়, ‘‘কেন আমার উপরে চাপ আসবে, সেটাও ওদেরকে বলেছিলাম। তার পর সমস্ত কাগজে বিজ্ঞাপন দিতে হবে বলেছিলাম। কিন্তু তাতেও সন্তুষ্ট হওয়া যায়নি।’’

এ বিষযে সিইএসসি-র ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ বলেন, “সব বিষয় স্পষ্ট করে গ্রাহকদের খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।” যদিও ধর্মতলায় অবস্থান বিক্ষোভ চলছে আজ। গ্রাহকরা সিইএসসি-র মূল ভবনের সামনে প্রতিবাদ জানাচ্ছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + two =