কলকাতা 

আন-এডেড মাদ্রাসাগুলিকে ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন
  • 92
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : রাজ্য সরকার স্বীকৃত আন-এডেড মাদ্রাসাগুলিকে অবিলম্বে সব রকম সুযোগ সুবিধা দেওয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে দশ হাজার মাদ্রাসাকে আন-এডেড হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় । কিন্ত মাত্র হাজার খানেক মাদ্রাসা আন-এডেড হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করে। তবে আবেদন করা আন-এডেড মাদ্রাসাগুলির সবাইকে এখনও পর্যন্ত স্বীকৃতি প্রদান করেনি রাজ্য সরকার। মাত্র কয়েকশো আন-এডেড মাদ্রাসা স্বীকৃতি পেয়েছে ,অধিকাংশ মাদ্রাসার কর্তারা স্বীকৃতি পাওয়ার জন্য নবান্ন থেকে বিকাশ ভবন ঘুরে বেড়াচ্ছেন তাদের ভাগ্যে শিঁকে এখনও ছিড়েনি।

 এদিকে স্বীকৃতপ্রাপ্ত আন-এডেড মাদ্রাসাগুলিকে কী কী সাহায্য রাজ্য সরকার করবে তা নিয়ে ২০১৩ সালে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে একটি সার্কুলার জারি করা হয়েছিল । সেই সার্কুলার জারি হওয়ার কিছুদিন পর থেকেই স্বীকৃতপ্রাপ্ত আন-এডেড মাদ্রাসাগুলি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে বলে অভিযোগ। বহু আবেদন নিবেদন করেও কোন সরকারি সাহায্য পাচ্ছিল না বিগত কয়েক বছর বলে অভিযোগ । ২০১৩-র রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের নোটিফিকেশন অনুসারে এসিআর, মিডডে মিল সহ অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বর্ধমান জেলার আজাপুর চর্তুদশপল্লী হাই-মাদ্রাসা( আন-এডেড) । আজ সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিলেন,সমস্ত স্বীকৃত আন-এডেড মাদ্রাসাকে সব রকম আর্থিক সাহায্য ছাড়াও সব সুযোগ-সুবিধা ( ২০১৩ সালের দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী )আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Advertisement

মামলাকারী মাদ্রাসার আইনজীবী আবু সোহেল বাংলার জনরবকে বলেন, সরকার নিজে থেকে ২০১৩ সালে সার্কুলার দিয়ে আন-এডেড মাদ্রাসাগুলিকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে তা স্পষ্ট করে বলে দিয়েছিল তা সত্ত্বে সেই সব সুযোগ থেকে ওই সব মাদ্রাসাকে বঞ্চিত করা হচ্ছিল । আজকের রায়ে একটা সমাধান সূত্র বেরিয়ে এল ।  তিনি কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন।


শেয়ার করুন
  • 92
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “আন-এডেড মাদ্রাসাগুলিকে ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের”

  1. 07

    I accepted our CM Mamata Banerjeeis a Honest person. But I have dought according her TMC Team ! I min some person is most corrupt..

Leave a Reply to 07 Cancel reply

18 + 10 =