জেলা 

নকল এস আই সেজে স্কুল পরিদর্শনে গিয়ে গ্রেপ্তার যুবক

শেয়ার করুন
  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি , ডায়মন্ডহারবার :  দু’দিন স্কুল পরিদর্শনে যান এস আই। প্রথম দিন কিছুই বুঝতে পারেননি শিক্ষক শিক্ষিকারা। দ্বিতীয় দিন আবার স্কুল পরিদর্শনে যান এস আই। স্কুল পরিদর্শনের সময় এস আই-এর কথাবার্তায় অসংলগ্ন লাগে শিক্ষকদের। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু ওই ব্যক্তি সঠিক উত্তর দিতে না পেরে, নানান চাকরির কথা পুলিশকে জানায়। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সুকান্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা যায়, গত সোমবার ডায়মন্ডহারবার ১৬ নম্বর ওয়ার্ডের সুকান্ত স্মৃতি বিদ্যালয় চলাকালীন, দীননাথ মন্ডল নামে এক ব্যক্তি এসে, নিজেকে এস আই বলে পরিচয় দেন। তখন স্কুলের ২ শিক্ষিকা ও একজন শিক্ষক ভয় পেয়ে যান। তাঁদের কাছ থেকে স্কুলের নানান বিষয়ে জানতে চায়, এমনকি সরকারি খাতাপত্রও দেখে। খাতাপত্র দেখার পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহারও করে ওই যুবক।

ফলে রীতিমতো ভয় পেয়ে যান স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। তবে সেদিনের মত বিষয়টি নিয়ে চুপচাপ হয়ে গেলেও, আজ আবারও একই স্কুলে পরিদর্শনে আসে দীননাথ মন্ডল। গত দিনের মত আবারও তাঁদের কাছে স্কুল সম্পর্কে নানান বিষয় জানতে চায়। তখনই শিক্ষক শিক্ষিকাদের সন্দেহ হয়। সেই সময় তাঁরা বিভিন্ন জায়গায় ফোন করার চেষ্টা করলে, শিক্ষকদের বাধা দেয় ওই ব্যক্তি। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ওয়ার্ডের কাউন্সিলর রাজশ্রী দাস স্কুলে যান। পুলিশকে দেখে যথারীতি ভয় পেয়ে যায়, স্কুল পরিদর্শনে আসা এস আই। পুলিশ তার কাছে পরিচয় জানতে চাইলে, ওই ব্যক্তি নিজেকে কখন নিউমার্কেট থানার ক্লার্ক আবার ব্যাঙ্কশাল কোর্টের উকিল, আবার কখনো বা মগরাহাট সার্কেল চক্রের এস আই বলে পরিচয় দেয়। তার অসংলগ্ন কথা শুনে, স্কুল থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডায়মন্ডহারবার থানার পুলিশ। তবে নকল এস আই দীননাথ মন্ডল জানায়, ‘স্কুলে শিক্ষক নিয়োগ হবে কী না, সেই বিষয়ে জানতে স্কুলে এসেছিল সে।’ অন‍্যদিকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জানান, ওই ব্যক্তির কথাবার্তা ও তাকানোর ভাবভঙ্গি দেখে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি স্কুলে এস আই পরিচয়ে এসেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

শেয়ার করুন
  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + one =