জেলা 

“পরিবেশমন্ত্রীর হাত ধরে একলক্ষ গাছ রোপন করে নজির গড়ল হলদিয়া এনার্জি লিমিটেড

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকবির সেই “দাও ফিরে সে অরণ্য, লও এ নগর” বাণীকে বাস্তবায়িত করতে প্রায় একলক্ষ গাছ রোপন করে নজির গড়লো হলদিয়া এনার্জি লিমিটেড। সাধারণ মানুষের ধারণা শিল্পকারখানা থেকে শুধুই দূষণের উৎপত্তি হয়। আর এই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে শিল্পকারখানা যে দূষণ প্রতিরোধেও সাহায্য করে সে ব‍্যাপারে মানুষকে বার্তা দিল হলদিয়া এনার্জি লিমিটেড। যেভাবে বৃক্ষচ্ছেদনের মাত্রা ক্রমাগত বেড়েই চলছে তাতে মানুষ‍্যজাতি আগামী দিনে বিপন্ন হতে চলেছে।তাই এর বিরুদ্ধে সমাজকে বাঁচানোর জন্য ভাবনা জাগে হলদিয়া এনার্জি লিমিটেডের কর্মকর্তাদের মধ্যে। তারা প্রতিজ্ঞা করে একলক্ষ গাছ রোপণ করে সমাজকে বিপন্নের হাত থেকে বাঁচাবে।আর এই প্রতিজ্ঞাকে বাস্তবায়িত করার জন্য গত কয়েক মাস ধরে বৃক্ষরোপণ করে চলেছে হলদিয়া এনার্জি লিমিটেডের কর্মকর্তারা।তার গতমাসেই নিরানব্বই হাজার নয়শত নিরানব্বইটি গাছরোপন শেষ করে।

এরপর মঙ্গলবার বাকি একটি গাছ পশ্চিমবঙ্গের মাননীয় পরিবেশমন্ত্রী তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রোপন শেষ করে হলদিয়া এনার্জি লিমিটেড। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ দিব‍্যেন্দু অধিকারী,জেলা পরিষদের সভাপতি মধুরিমা মন্ডল সহ সংস্থার কর্মকর্তারা।এদিন মাননীয় মন্ত্রী জানান,“অন‍্যান‍্য শিল্পকারখানা নানান ধরনের কাজ করে থাকে। কিন্তু এধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গড়ে নজির গড়লো হলদিয়া এনার্জি লিমিটেড। শিল্পাঞ্চলে যেভাবে দূষণ হয় তাতে বৃক্ষরোপণ খুবই প্রয়োজন।হলদিয়া এনার্জি লিমিটেডের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সুফল পাবে”।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + eighteen =