জাতীয় স্বার্থে চওড়া হচ্ছে রাস্তা তাই মসজিদ ভেঙে সহযোগিতা করল স্থানীয় মুসলিমরা
বিশেষ প্রতিবেদক : ২০১৯ সালের জানুয়ারি মাসে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের এলাহাবাদে । এই উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তা চওড়া করা হচ্ছে। আর এই রাস্তা চওড়া করতে গিয়ে দেখা গেল একটি মসজিদের খানিকটা অংশ রাস্তা চওড়াতে বিঘ্ন তৈরি করেছে। তা দেখে এগিয়ে এসেছেন স্থানীয় মুসলিমরা তারা স্বেচ্ছায় জাতীয় স্বার্থে মসজিদের খানিকটা অংশ ভেঙে দিয়ে রাস্তা তৈরিতে সহযোগিতা করল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে , ওই এলাকার মুসলিমরা দাবি করেছে কুম্ভ মেলা উপলক্ষে রাস্তা চওড়া করা হচ্ছে এই কাজকে তারা সমর্থন করেন। তাই তাদের উপাসনাস্থল মসজিদের খানিকটা অংশ ওই রাস্তার ওপর ছিল সেটা তারা স্বেচ্ছায় ভেঙে দিয়েছে ।
উল্লেখ্য, ২০১৯-র ১৫ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হতে চলেছে । আর এই মেলাকে আন্তর্জাতিক রূপ দিতে উদ্যোগী হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই তিনি এই মেলা প্রাঙ্গনে আসার পথকে সুগম করার জন্য সরকারের পক্ষ থেকে অনেক পরিকল্পনা নিয়েছেন । তারই অংশ হিসেবে রাস্তা চওড়া করার কাজ শুরু হয়েছে।
