দেশ 

রাজ্যগুলি আর সরাসরি ডিজিপি নিয়োগ করতে পারবে না, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : আজ সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে ,এবার থেকে কোন রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল সরাসরি নিজেদের ইচ্ছে মত পুলিশের সর্বোচ্চ কর্তাকে নিয়োগ করতে পারবে না। এমনকি ভারপ্রাপ্ত কোন পুলিশ অফিসারকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে কোন রাজ্য সরকার কিংবা কেন্দ্র শাসিত অঞ্চল কাজ চালাতে পারবে না বলে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের এক ডিভিসন বেঞ্চ আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেছে। সর্বোচ্চ আদালতের ডিভিসন বেঞ্চ পরিস্কার ভাবে আজ জানিয়ে দিয়েছে , সরাসরি ডিজিপি নিয়োগ করা যাবে না। রাজ্যগুলি সবচেয়ে সিনিয়র পুলিশ অফিসারদের তালিকা তৈরি করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পাঠাবে । ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের পাঠানো সিনিয়র পুলিশ অফিসারদের মধ্য থেকে যোগ্য তিন জন পুলিশ অফিসারের নাম রাজ্যকে পাঠাবে । রাজ্য সরকার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পাঠানো তিন জনের নামের তালিকা থেকে একজনকে ডিজিপি হিসেবে নিয়োগ করবে। এটাই এখন থেকে সব রাজ্যকে মেনে চলতে হবে বলে প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ রায়ে বলেছেন। যেসব রাজ্যে আলাদা করে পুলিশের পদোন্নতি নিয়ে আইন রয়েছে সেখানে সেই আইনের পরিবর্তন করতে হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। অবশ্য এই রায়ের বিরুদ্ধে রাজ্যগুলি ইচ্ছে করলে  আবেদন করতে পারবে।

উল্লেখ্য প্রাক্তন ডিজিপি প্রকাশ সিংহয়ের পুলিশি পরিকাঠামো সংস্কার নিয়ে করা মামলার রায় প্রদান করতে গিয়ে প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ এই রায় দিয়েছে । ২০০৬ সাল থেকে প্রকাশ সিংহের করা মামলার শুনানীতে সর্বোচ্চ আদালত এ নিয়ে বেশ কয়েকটি রায় দিয়েছে। তবে আজকের রায় এক কথায় ঐতিহাসিক। কারন, এবার থেকে রাজ্যগুলি নিজের পচ্ছন্দ মত ডিজিপি নিয়োগ করতে পারবে না। ফলে পুলিশ-প্রশাসনে রাজনৈতিক প্রভাব অনেকটা কমতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। প্রধান বিচারপতি দীপক মিশ্র ছাড়াও এই বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন যথাক্রমে বিচারপতি এএম খান উইলকর এবং বিচাপতি ডি,ওয়াই চন্দ্রচূড়।

Advertisement

শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − fourteen =