জীবিকার খোঁজখবর 

রাজ্য স্বাস্থ্য দপ্তরে ম্যানেজার পদে নিয়োগ, ৭ জুলাই থেকে অন লাইনে আবেদন করা যাবে

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে ২৮ জন ডিইআইসি ম্যানেজার নিয়োগ করা হবে। রিক্রূটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2018/158.
পারিশ্রমিক: প্রতি মাসে ২০,৪০০ টাকা।
যোগ্যতা: ১) রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি সঙ্গে ফিজিওথেরাপি/ অকুপেশনাল থেরাপি/ প্রস্থেটিক অর্থোটিক্স/ ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি বা বিএসসি নার্সিং।
২) কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
৩) অনলাইন আবেদনপত্র পূরণ করার শেষ দিনের মধ্যে সংশ্লিষ্ট কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বাঞ্ছনীয়: কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে হসপিটাল/ হেলথ/ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিএ সঙ্গে হসপিটাল/ হেলথ প্রোগ্রামে দু বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ১০০ টাকা। রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ ও বি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। অনলাইন নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে। এছাড়া অফলাইনে সিস্টেম জেনরেটেড চালানের মাধ্যমে ইউনাউটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায়  নগদে ফি দেওয়া যাবে। অফলাইন আবেদনের ফি দেওয়া যাবে ১৭ জুলাই ২০১৮ পর্যন্ত, ব্যাঙ্কের কাজের সময়সীমা অবধি।
আবেদনের পদ্ধতিwww.wbhealth.gov.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৭ জুলাই থেকে ২১ জুলাই ২০১৮ তারিখ মধ্যরাত পর্যন্ত। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স দেখাতে হবে নথিপত্র যাচাইয়ের সময়। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।


শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + 15 =