বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে টালিগঞ্জের কলাকুশলীদের কর্মবিরতি, বন্ধ শ্যুটিং

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পারিশ্রমিক সংক্রান্ত নানা বিষয়ে টলিপাড়ায় টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের অসন্তোষ চলছিল দীর্ঘদিন ধরেই। সেই সমস্যার সুরাহা না হওয়ায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নামলেন ইন্দ্রপুরী স্টূডিও-র টেকনিশিয়ানসরা।
এদিকে প্রযোজক এবং টেকনিশিয়ানের মনোমালিন্য ও টালবাহানার জেরে অনিশ্চয়তার মুখে একগুচ্ছ বাংলা টেলি ধারাবাহিকের ভবিষ্যৎ। এদিন সকাল থেকে অনেক কলা-কুশলীই শ্যুটিংয়ের জন্য স্টূডিওতে এলেও শ্যুটিং হয়নি। সমস্যা মেটানোরও নানান চেষ্টা হয়েছে, কিন্তু কোনও সুরাহা হয়নি। এদিকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রোডিউসার্স-গিল্ডের একটি বৈঠক হওয়ার পরই এই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনিশিয়ানসরা।
তবে শুধু বেতন বৃদ্ধিই নয়, সূত্রের খবর টেকনিশিয়ানসদের অভিযোগ রয়েছে একাধিক। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানানো হলেও সেটা বাড়ানো হয়নি। পাশাপাশি, তাঁদের কাজের সময়ও নির্দিষ্ট করা হয়নি।অভিযোগ, বেশিরভাগদিনই অনেক রাতে তাঁদের বাড়ি ফিরতে হলেও পরদিন সকালে তাঁদের ফের শ্যুটিংয়ের জন্য হাজির হতে হয়।  এছাড়া রাতে বাড়ি ফেরার জন্য বেশিরভাগ সময়ই তাঁদের নিজেদেরকেই গাড়ির ব্যবস্থা করে নিতে হয়, তাঁদের জন্য প্রযোজকদের তরফে কোনও ব্যবস্থা থাকে না। এই সব সমস্যার কথা ফেডারেশনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই ক্ষোভ প্রকাশ করেছেন টেকনিশিয়ানসরা।
তবে আশার কথা এই যে টেকনিশিয়ানসদের সমস্ত অভিযোগের সমাধানে ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রযোজকরা। সমস্যার কোনও সমাধান সূত্র বের হয় কিনা, তা বৈঠকের পরই বোঝা যাবে।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 1 =