কলকাতা 

স্থায়ী চাকরির দাবি ও ছাঁটাই হয়ে যাওয়াদের পুর্নঃবহালের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধরনায় কম্পিউটার শিক্ষকরা

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল সমাধান সূত্র এখনও সরকার বের করতে পারেনি। ইতিমধ্যে অনেক কমপিউটার শিক্ষক চাকরি হারিয়েছে । শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তাদের চাকরি অন্তত এ বছরের ডিসেম্বর মাস নিশ্চিত তা সত্তে তাদের অনেকেই চাকরি হারিয়েছে । তাই আর দেরি না করে তারা আবার আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্ণা বসেন। তাদের দাবি  স্থায়ী করতে হবে। আর যাঁদের চাকরি গেছে তাঁদেরকে অবিলম্বে পুর্নবহাল করতে হবে। এই দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্না দিলেন কম্পিউটার লিটারেসি ট্রেনিং প্রোজেক্ট(CLTP)-অন্তর্ভুক্ত প্রায় ৫০০ শিক্ষক।

গাড়ি থামিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। যদিও আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।আজ CLTP-র অন্তর্ভুক্ত প্রায় ৫০০ শিক্ষক নাকতলাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধরনায় বসেন। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ।বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ি থামিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষামন্ত্রী তাঁদের কথা শুনেছেন।আন্দোলনকারীদের দাবি, তাঁরা ২০০১ সাল থেকে কাজ করছেন। ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ক্লাস নেন। শুধু তাই নয়, বোর্ডের পরীক্ষা নেন এবং খাতাও দেখেন তাঁরা। তাঁদের অভিযোগ, শিক্ষা দপ্তর থেকে কোনও নির্দেশ না দিলেও স্কুলগুলি তাঁদের ছাঁটাই করছে। তাঁদের বেতনের কোনও পরিকাঠামোও নেই। তাঁরা আরও জানান, এর আগে শিক্ষা দপ্তরে একাধিকার জানিয়েও লাভ হয়নি। মন্ত্রীও তাঁদের সঙ্গে দেখা করেননি। তবে আজ মন্ত্রীর আশ্বাস পাওয়ার পর আরও কিছুদিন সময় দিতে চান বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement

শেয়ার করুন
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + one =