জেলা 

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিতে আহত ২

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। ওই ঘটনায় আহত হয়েছেন দুইজন। শনিবার সকালে কেশপুরের কেওট পাড়া এলাকায় এই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। জানা গেছে, ওই সংঘর্ষে বোমা ছুড়তে গিয়ে দুই যুবক গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে আজ কলকাতায় রেফার করার সিদ্ধান্ত নিয়েছেন মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকরা। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই এলাকা উত্তেজনা থাকার কারনে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, আজ সকালে সংঘর্ষের সময় বোমা ছুড়তে গিয়ে আহত হন শেখ মোবাইদুল নামে এক ব্যক্তি। বোমা তাঁর হাতেই ফেটে যায়।এর জেরে তাঁর দুই হাত ও এক পা উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে  মেদিনীপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে রৌশন আলির গোষ্ঠীর সঙ্গে শেখ ইয়াসিনের গোষ্ঠীর সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার জেরেই এলাকায় বোমাবাজি হয়। এলাকা উত্তপ্ত থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 2 =