কলকাতা 

সরকারি হাসপাতালের নার্সদের অবসরের বয়স বাড়ল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা হল। পাশাপাশি চুক্তিবদ্ধ নার্সদের নিয়োগের বয়সসীমা ৩৯ বছর থেকে বাড়িয়ে ৪৫ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সন্ধেয় নবান্ন থেকে বেরোনোর সময় একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এখন থেকে সরকারি নার্সদের অবসরের বয়ঃসীমা চিকিৎসকদের মতোই ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হচ্ছে। চুক্তির ভিত্তিতে নার্স নিয়োগের ক্ষেত্রেও শিথিল হচ্ছে বয়ঃসীমা। এতদিন চুক্তির ভিত্তিতে নার্সের চাকরিতে যোগদানের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৩৯। এখন থেকে তা বাড়িয়ে ৪৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + sixteen =