জেলা 

প্রাথমিক শিক্ষকরা উচ্চমাধ্যমিক স্কেলের দাবিতে এবার অনশন আন্দোলন ও ধর্নার হুমকি দিলেন

শেয়ার করুন
  • 370
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জুলফিকার আলি : প্রাথমিক শিক্ষকরা এনসিটি নিয়ম মেনে যোগ্যতাপ্রাপ্ত , তাই সর্বভারতীয় স্তরে যে বেতন কাঠামো প্রাথমিক শিক্ষকদের জন্য রয়েছে তা অবিলম্বে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে চালু করতে হবে বলে দাবি জানিয়েছে উস্তি ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন। তাদের দাবি রাজ্যের সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উচ্চমাধ্যমিকে স্কেলে বেতন বৃদ্ধি করতে হবে । এবং তা করতে হবে রাজ্যে পে কমিশন চালু করার আগেই। পরে পে কমিশনের সুপারিশ অনুযায়ী তা নিয়মমাফিক বৃদ্ধি পাবে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকদের উচ্চমাধ্যমিক স্কেলে বেতন চালু  করলে কমপক্ষে দশ হাজার টাকা বেশি বেতন পাবে প্রাথমিক শিক্ষকরা।

সম্প্রতি এই সংগঠনের পক্ষ থেকে পূর্বমেদিনীপুরের জেলা পরিদর্শককে এক ডেপুটেশন দেওয়া হয়।৫ জনের এই প্রতিনিধির দলের কাছে জেলা পরিদর্শক বলেন, বিধানসভায় বিল পেশ না হলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। অন্যদিকে, এই সংগঠনের প্রাণপুরুষ বিনয় কুমার টুডু জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের স্কেলের দাবিতে তারা এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন। আগামীদিনে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দৃষ্টি আর্কষনের জন্য তাঁদের বাড়ির সামনে ধর্না কর্মসুচি নেওয়া হবে ,একই সঙ্গে কলকাতায় হাজার হাজার প্রাথমিক শিক্ষক নায্য বেতনের দাবিতে আমরন অনশনে বসবেন।

Advertisement

শেয়ার করুন
  • 370
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × three =