জেলা 

তৃণমূলকে অমিতের বার্তা আগে বাংলা সামলান,বিজেপিকে পার্থ-র বার্তা আগে দিল্লি সামলান

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পুরুলিয়ার সভা থেকে কার্যত রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ জানালেন । তিনি বলেন,২০১৯-এ দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী এ নিয়ে কোন সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মোদী বিরোধী ফেডারেল ফ্রন্ট গঠন করতে গিয়ে কার্যত নিজের পায়ের তলার মাটি হারাচ্ছে বলে অমিত শাহ মন্তব্য করেন । তিনি বলেন,মমতাদি আগে আপনি বাংলা সামলান তারপরেই না হলে দিল্লি যাবেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অমিত শাহ বলেন, ২০১৯-এ এ রাজ্যে তৃণমূলের ঘুম উবে যাবে । বাংলায় ২২টির বেশি লোকসভা আসন দখল করে বিজেপি এ রাজ্যকে অপশাসন মুক্ত করবে । তিনি আরও বলেন,বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। এখানে সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে। ঘরে ঘরে বোমা শিল্প তৈরি হয়েছে। রাজ্যের দুকোটি মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি । খানিকটা হুশিয়ারির সুরে অমিত শাহ বলেন , পঞ্চায়েত নির্বাচনের মত আগামী লোকসভা নির্বাচন হবে না, সেটা মনে রাখতে হবে তৃণমূলকে । বাংলার মানুষ আগামী লোকসভা নির্বাচনে ভালভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে বিজেপি সভাপতি মন্তব্য করেন।

অন্যদিকে অমিত শাহর বক্তব্যের তীব্র নিন্দা করে শাসক দলের পক্ষে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ  চট্টোপাধ্যায় মন্তব্য  করেছেন, অমিতবাবুরা আগে দিল্লি সামলাক তারপর বাংলা নিয়ে চিন্তভাবনা করবেন। তিনি আরও বলেন শূণ্য কলসি যেমন বেশি আওয়াজ করে তেমনি অমিত শাহরাও হলেন শূণ্য কলসি।

Advertisement

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × one =