কলকাতা 

কলকাতায় মাদকচক্রে যুক্ত থাকায় গ্রেপ্তার তিন কলেজ ছাত্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় মাদকচক্রে গ্রেপ্তার করা হল তিন কলেজ ছাত্রকে। তাদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং একজন ম্যানেজমেন্ট পড়ুয়া । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সৌমিক মুখার্জি নামে এক ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গোয়েন্দা শাখা। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২ গ্রাম এমডি এবং ৩৪ টি এলএসডি পেপার। সৌমিককে জেরা করে পরে মৃগাঙ্ক ভট্টাচার্য ও কৌস্তুভ কর নামে আরও দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিস। তাঁরা দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বলে জানা গিয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, খবর ছিল যে কয়েকজন কলেজ ছাত্র কেমিকেল ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। গতকাল ওই খবরের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে তিন ছাত্রকে। এদের নাম সৌমিক মুখার্জি (২২), মৃগাঙ্ক ভট্টাচার্য (২৯), এবং কৌস্তুভ কর (২৪)। সৌমিক দক্ষিণ কলকাতার একটি নামী ম্যানেজমেন্ট কলেজে বিবিএ পড়ে। মৃগাঙ্কও একটি নামী কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। কৌস্তুভ কলকাতার একটি ম্যানেজমেন্ট কলেজে এমসিএ পড়ছে। তার বাবা কাস্টমসের রিটায়ার্ড অফিসার। সৌমিকের কাছে ২ গ্রাম এমডি এবং ৩৪টি এলএসডি পেপার উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মূলত মৃগাঙ্ক ডার্কওয়েব থেকে মাদক সংগ্রহ করত। তার মাধ্যমে ড্রাগ যেত অন্যদের হাতে। মৃগাঙ্কর কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪ গ্রাম এমডি এবং ৩টি এমডি পিল এবং কৌস্তুভের কাছ থেকে উদ্ধার হয়েছে এক গ্রাম এমডি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight − 2 =