কলকাতা 

নিয়োগের দাবিতে স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবু শিক্ষকদের

শেয়ার করুন
  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা : স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ ও নবম দশম-এর Empanelled চাকরিপ্রার্থীদের দ্রুত Counseling ও নিয়োগের দাবিতে আজ আচার্য সদনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বক্তব্য হল তারা SLST লিখিত পরীক্ষা ও ভাইভা উত্তীর্ণ হলেও কোর্ট কেসের কারনে চাকুরীতে নিয়োগ সম্ভব হচ্ছে না। এদিকে দীর্ঘ ৭ মাস অতিক্রান্ত হয়েছে আর মাত্র ৫ মাস প্যানেলের ব‌ৈধতা আছে। অন্য দিকে এ বিষয়ে কমিশন কোনও সদুত্তর দিতে পারেননি। তাদের দাবী দ্রুত মামলা মিটিয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হোক।

উল্লেখ্য, গত মার্চ মাসে স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশের চূড়ান্ত ফল প্রকাশ করে তা সত্ত্বে কাউন্সিলিং-র কাজ এখনও শুরু না হওয়ায় হবু শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে মনে করা হচ্ছে রাজ্য সরকারও চেষ্টা করছে অন্তত একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রূত শেষ করতে । আজ হবু শিক্ষকরা দ্রূত নিয়োগের দাবিতে আচার্য সদনে বিক্ষোভ দেখায়।

Advertisement

শেয়ার করুন
  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 4 =