মোদীর রাজ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মুখে কালি দিল আরএসএসের ছাত্র সংগঠন,নিন্দার ঝড় দেশজুড়ে
বিশেষ প্রতিবেদক : মোদীর রাজ্য গুজরাতের কচ্ছ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধানের মুখে কালি দিল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । আজ গুজরাতে কচ্ছ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই অধ্যাপক যখন ক্লাস নিচ্ছিলেন ঠিক সেই সময় কিছু এবিভিপি কর্মী তাঁর উপর চড়াও হয় এবং তাঁর মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। এই হিন্দু জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে পরিচালন সমিতির নির্বাচনের দায়িত্বে থাকা এই অধ্যাপক ইচ্ছা করে তাদের সমর্থকদের ফর্ম বাতিল করেছেন। এ নিয়ে আজ আলোচনা হওয়ার কথা ছিল । আলোচনার আগেই অধ্যাপকের উপর
চড়াও হয় । এদিন এবিভিপির সমর্থকরা অধ্যাপককে হেনস্থা করার সময় ভারতমাতা কী জয় বলে শ্লোগান দিতে দেখা যায় । ক্লাস থেকে ওই শিক্ষককে বের করে তাঁকে নিয়ে যাওয়া হয় রেজিষ্টারের ঘরে । একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারকে হুমকি দেওয়া হয় তাদের কথা অনুযায়ী না চললে তাঁরও পরিনীত ওই অধ্যাপকের মত হবে। জানা গেছে কচ্ছ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সব ছাত্রদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । একই সঙ্গে এই ঘটনার বিবরণ দিয়ে থানায় এফআইআর করা হয়েছে। তবে জানা গেছে, এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে । ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় নরেন্দ্র মোদীকে যে অস্বস্তিতে ফেলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
