দেশ 

ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনকে তুলে দিচ্ছে কেন্দ্র সরকার ,সংসদে আসছে বিল

শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা বিশ্ববিদ্যালয় মনজুরি কমিশনকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান মোদী সরকার । দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আযাদ উচ্চশিক্ষায় দিশা দেখানোর লক্ষে তিনি এই সংস্থাটি গড়ে তুলে ছিলেন। দেশের উচ্চ শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয় মনজুরি কমিশন প্রায় ৭০ বছর ধরে কাজ করে চলেছে । কিন্ত মোদী সরকার এই সংস্থাটি তুলে দেওয়ার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে । এই সংস্থার বদলে উচ্চশিক্ষায় নজরদারী চালানোর লক্ষে নতুন কমিশন তৈরি করছে দেশের মানব সম্পদ মন্ত্রক। জানা গেছে, আইন মন্ত্রক খসড়া বিল তৈরি করে ফেলেছে। এই বিলটির নাম “হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাক্ট ২০১৮ “।

ইজিসির সঙ্গে নতুন বিলের তফাৎ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার মান নির্ধারণ করার পাশাপাশি উচ্চশিক্ষায় গবেষণা ও অন্য শিক্ষামূলক বিষয়ের উন্নতির জন্য আর্থিক সাহায্য দেওয়ার ক্ষমতাও ইউজিসির হাতে ছিল । নতুন কমিশন শুধুমাত্র শিক্ষার মান ও পরিকাঠামো বিচার করবে,কোন অর্থ সাহায্য দেওয়ার ক্ষমতা থাকবে না। বরং যদি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খারাপ হয় কিংবা পরিকাঠামোর অভাব থাকে তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করতে পারবে এই কমিশন। আর অর্থ সাহায্যের বিষয়টি  সরাসরি দেখবে মানব-সম্পদ মন্ত্রক।

Advertisement

আগামী সংসদের বাদল অধিবেশনেই বিল আনা হতে পারে বলে জানা গেছে । অবশ্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক এই বিলটির বিষয়ে দেশের শিক্ষাবিদ ,সমাজকর্মীদের ৫ জুলাইয়ের মধ্যে মতামত দিতে বলেছে।


শেয়ার করুন
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + 19 =