কলকাতা 

লকডাউন : অনাথ শিশুদের পাশে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

করোনা ভাইরাসের জন্য সমগ্র দেশ থমকে। ছোটো থেকে বড়ো সকলেই আজ দুশ্চিন্তায়। এই অবস্থায় ছোটো ছোটো অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন সাংসদ মিমি চক্রবর্তী ও উনার আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য।

সাংসদ মিমি চক্রবর্তী এবং উনার আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্যীর নির্দেশ মেনে সাংসদের শুভাকাঙ্ক্ষী মাননীয় সুব্রত মুখার্জি মহাশয়ের উপস্থিতিতে মলয় কর্মকার এবং উৎপল চক্রবর্তীর সহযোগিতায় সাংসদ প্রতিনিধি দেবব্রত হালদার, দানিশ খান, সৌভিক সেন, মিঠুন মিত্র পৌঁছে যায় মাদুরদহ মৌজার ইউনিভার্সাল স্মাইল নামে একটি সংস্থার কাছে।

Advertisement

সেখানে তারা সাংসদের পাঠানো ত্রাণ (চাল,ডাল ,আলু , তেল ,সোয়াবিন, চকলেট, বিস্কুট , দুধ ,হরলিকস) ও আরো অন্যান্য সামগ্রিক ৪৫ টি অনাথ শিশুদের হাতে ১৫ দিনের খাবার তুলে দেয়।এবং আশ্বাস দেয় যতোদিন তালাবদ্ধ থাকবে গোটা দেশ ততোদিন সাংসদ যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই সংস্থা কে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × five =