কলকাতা 

পদ থেকে সরছেন রাজ্য নির্বাচন কমিশনার ?

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সব কিছু ঠিকঠাক থাকলে সরছেন রাজ্য নির্বাচন কমিশনার। অব্যাহতি দেওয়া হতে পারে অমরেন্দ্র কুমার সিংকে। নবান্ন সূত্রে জানা গেছে, তাঁর জায়গায় আনা হতে পারে পঞ্চায়েত দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত সৌরভ দাসকে। আর অমরেন্দ্র কুমার সিংকে অন্য কোনও দফতরের অ্যাডভাইজারি অফিসার পদে বসানো হতে পারে। নিয়মানুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনারের পদে কোনও ব্যক্তি সর্বোচ্চ ৬ বছর থাকতে পারেন। অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত। সেই হিসেবে আগামী বছরের মে মাসে তাঁর অবসর গ্রহণের কথা। কিন্তু তার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। একটি সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে অমরেন্দ্র সিংয়ের কিছু কিছু ভূমিকায় ক্ষুব্ধ নবান্ন। আবার আরেকটি সূত্রের দাবি, শারীরিকভাবে অসুস্থ তিনি। পঞ্চায়েত নির্বাচনের গুরুত্বপূর্ণ কাজ ফেলেও তাঁকে দৌড়তে হয়েছিল চিকিৎসকের কাছে। সেজন্য নতুন কমিশনার নিয়োগের কথা ভাবা হচ্ছে।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + thirteen =