দেশ 

আগামী কাল জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন প্রধানমন্ত্রী ; আশা-নিরাশার দোলাচলে নাগরিকরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী কাল শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ তিনি টুইটারে এই খবর জানিয়েছেন । তিনি লিখেছেন, প্রিয় ভারতবাসীকে ছোট্ট ভিডিও বার্তা দেব ।

প্রধানমন্ত্রীর এই টুইটার প্রকাশ হওয়ার পরেই নাগরিকদের মধ্যে আশা – নিরাশার দোলাচলতা লক্ষ্য করা গেছে । কারণ তিনি প্রথম ভাষণে একদিনের জনতা কারফিউ-র ডাক দেন । আর থালা বাজানোর নিদান দিয়েছিলেন । শেষ ভাষণে ২১দিনের লকডাউন ঘোষণা করেছিলেন । পরিকল্পনাহীন এই লকডাউনেই কম করে ২২ জন পরিযায়ী শ্রমিক মারা গেছে । আর না খেতে পেয়ে মারা যাওয়ার সংখ্যা যোগ করলে তা বেড়ে ২৭ হবে ।

Advertisement

তিনি তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিলেন। তার মধ্যে ৯ দিন পার হয়েছে। দশম দিনে ফের মোদীর বার্তা ঘিরে দেশবাসীর আগ্রহ তুঙ্গে। ওয়াকিবহাল মহলের অনুমান, সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের জেরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। লকডাউনের মধ্যেও যাঁরা বাইরে বেরোচ্ছেন, থাকতে পারে তাঁদের উদ্দেশেও বার্তা। এ ছাড়া অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার কথাও থাকতে পারে তাঁর বক্তব্যে।

আর তিনি এও আশ্বাস দিতে পারেন ১৪ এপ্রিলের পর মানুষের গতিবিধি নিয়ন্ত্রিত হলেও সব কিছু স্বাভাবিক থাকবে । তবে কালকের ভাষণ না শোনা পর্যন্ত নাগরিকরা প্রচন্ড টেনশনের মধ্যে যে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না । কারণ দেশের প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র মোদীজি একের পর সিদ্ধান্ত নিয়েছেন যা সাধারণ সমস্যাগুলি এড়িয়ে । ফলে তাঁর সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে গরীব নিম্নবিত্ত পরিবারগুলি । তা নোট বন্দী থেকে ঘরবন্দী সবেতেই সমাজের পিছিয়ে পড়া শ্রেণির অসহায়ত্ব প্রকট হয়েছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + 17 =