কলকাতা 

করোনা : তিন হাজার জেল বন্দীকে ছাড়ার সিদ্ধান্ত নিল মমতা সরকার , কোন ভিত্তিতে তালিকা তৈরি হয়েছে জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশ সরকারের পর এবার পশ্চিমবঙ্গ সরকারও জেলবন্দীদের মধ্যে তিন হাজার বন্দীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । জানা গেছে , কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তাদের তৈরি করে দেওয়ার গাইড লাইন অনুসারে তিন হাজার জনের তালিকা প্রস্তুত করা হয়েছে । রাজ্যের বিভিন্ন জেল থেকে েএদের ছাড়া হবে । এই তিন হাজার জনের মধ্যে দু হাজার জন বিচারাধীন বন্দী , আর এক হাজার জন সাজাপ্রাপ্ত বন্দী ।

জানা গিয়েছে, তালিকাভুক্ত বন্দিদের হয় জামিন  কিংবা তাৎক্ষণিক জামিন তথা প্যারলে মুক্তি দেওয়া হবে। রাজ্যের কারা ও সংশোধনাগারের হাল খতিয়ে দেখতে গত সপ্তাহে একটা তিন সদস্যের কমিটি করেছিল হাইকোর্ট। সেই কমিটির কাজ ছিল, কারাবন্দীদের অবস্থা পর্যালোচনা করে, কোন বন্দি এই পরিস্থিতিতে জামিন বা প্যারল পাওয়ার যোগ্য, তা খতিয়ে দেখা। সেই মোতাবেক তৈরি করা হয়েছে ৩ হাজার বন্দির এই তালিকা। কারা দফতর সূত্রে খবর, যে ৩ হাজার জনের তালিকা তৈরি হয়েছে, তাদের মধ্যে ২ হাজার জন বিচারাধীন আর হাজার জন সাজাপ্রাপ্ত বন্দি।

Advertisement

সোমবার কারা দফতরের এক আধিকারিক বলেছেন, “সব আইনি প্রক্রিয়া মেনে আমরা ৩ হাজার জনের তালিকা তৈরি করেছি। তাদের বিচার যে আদালতে হয়েছে বা হয়ে গিয়েছে, সেখানে পাঠানো হয়েছে তালিকা। এবার সংশ্লিষ্ট সেই আদালত সিদ্ধান্ত নেবে কাদের ছাড়া হবে, কাদের কারাবন্দী করেই রাখা হবে।”

হাইকোর্টের দেখিয়ে দেওয়া নির্দেশিকা মেনে এই তালিকা। এমনটাই কারা দফতর সূত্রে খবর। সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দি মিলিয়ে যাদের সর্বোচ্চ ৭ বছর জেল হয়েছে বা হতে পারে, তাদের রাখা হয়েছে তালিকায়। গোটা রাজ্যে ৬০টি জেলে ২৫ হাজার বন্দি রয়েছে। যাদের মধ্যে ৭ হাজার জন সাজাপ্রাপ্ত, বাকিরা বিচারাধীন। এর আগে সংক্রমণ রুখতে বন্দিদের পরিবারের সঙ্গে দেখা করার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল দফতর। সেই নিষেধাজ্ঞার প্রতিবাদ করে উত্তেজনা ছড়িয়েছিল দমদম সেন্ট্রাল জেলে। কারারক্ষী ও বন্দি সংঘর্ষে আহত হয়েছিলেন কয়েকজন।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =