সরকারি প্রকল্প 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি মানবিক ও সময়োপযোগী প্রকল্প নিজশ্রী, এবার গরীবদের ফ্ল্যাট দেবে সরকার

শেয়ার করুন
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : কন্যাশ্রী,যুবশ্রীর পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটি চমক হল নিজশ্রী প্রকল্প। এই প্রকল্পে এবার সরাসরি নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারদের ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পটিতে প্রায় ৫০ হাজার ফ্ল্যাট তৈরি করা হবে। শহর কেন্দ্রিক বাসিন্দাদের জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পটি রাজ্যবাসীর কাছে আরও আর্কষনীয় হবে বলে ওয়াকিবহাল মনে করছেন।

রাজ্যবাসীর জন্য সুখবর। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য এবার ফ্ল্যাট বানাবে সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নিজশ্রী’। মাথা গোঁজার জন্য নিজের একটা ছাদ। বড় প্রিয়। ‘নিজশ্রী’ প্রকল্পে সরকারের নিজস্ব জমিতেই তৈরি করা হবে এই ফ্ল্যাট। জমির জন্য আলাদা করে কোনও মূল্য দিতে হবে না। শুধুমাত্র ফ্ল্যাটের দামটুকু লাগবে। তাও নিতান্তই কম।
সূত্রের খবর, এই প্রকল্পে যাদের আয় ১৫০০০ টাকার মধ্যে, তাদের জন্য ৩৭৮ স্কোয়্যার ফুটের এক কামরার ফ্ল্যাট ৷ আবার যাদের আয় ৩০,০০০ টাকার মধ্যে, তারা ২ কামরার ৫৫৯ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট পাবেন ৷ একটি এক কামরার ফ্ল্যাটের দাম পড়বে গড়ে ৭.২৮ লক্ষ টাকা। ২ কামরার ফ্ল্যাটের দাম ৯.২৬ লক্ষ টাকা ৷ তবে এই ফ্ল্যাট পেতে গেলে অনলাইনে আবেদন জানাতে হবে ৷ পরে লটারির মাধ্যমে বিলি করা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Advertisement

শেয়ার করুন
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Comment

5 × 3 =