কলকাতা 

করোনাভাইরাস নেই রিপোর্টে স্বস্তি চিকিৎসক মহলে , আরোগ্যের পথে রাজ্যের প্রথম আক্রান্ত সহ তিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রথম করোনা আক্রান্ত যুবক ভাল আছেন । খুব শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে । রবিবার সকালে তার লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে বলে জানা গেছে । এ থেকে পরিস্কার আমলা পুত্রের দেহে করোনাভাইরাস নেই ।

গত ১৫ মার্চ ইংল্যান্ড থেকে ফেরা ১৮ বছরের ওই তরুণকে করোনাভাইরাসের সমস্ত উপসর্গ-সহ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় ১৭ মার্চ। ওই দিন বিকেলেই তাঁর লালারসের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়। এর পরই বেলেঘাটা আই ডি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়।

Advertisement
আইডি হাসপাতালের এক চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবারও তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছিল। তবে সংক্রমণের মাত্রা অনেক কম পাওয়া গিয়েছিল গত দু’দিনের টেস্টে। সূত্রের খবর, শনিবার যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তা নেগেটিভ পাওয়া গিয়েছে।
আক্রান্ত তরুণের বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে আমার ছেলে-সহ তিন জন আক্রান্তের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফের কাল একবার নমুনা পরীক্ষা করা হবে। সেই রিপোর্টও নেগেটিভ হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আমরা অধীর আগ্রহে সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছি।”

নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে ফের একবার আক্রান্ত ব্যক্তির নমুনা পাঠাতে হবে। সেই রিপোর্টও নেগেটিভ হলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন ওই তরুণ। ছাড়া পাওয়ার পরও নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়রান্টিনে পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। ওই সময়ে যদি কোনও উপসর্গ না দেখা দেয় তবে তাঁকে পুরোপুরি ফিট ঘোষণা করা হবে। সূত্রের খবর, করোনা আক্রান্ত হাবরার তরুণী এবং বালিগঞ্জের ব্যবসায়ীর সাম্প্রতিক রিপোর্টও নেগেটিভ এসেছে। তবে বালিগঞ্জের ব্যবসায়ী পুত্রের রিপোর্ট এখনও নেগেটিভ নয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + five =