দেশ 

শুধু লকডাউন করে সংক্রমণ দূর করা যাবে না, আরও সংঘবদ্ধ কৌশল প্রয়োজন : প্রশান্ত কিশোর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা মোকাবিলায় ভারত সরকারের লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন প্রশান্ত কিশোর । আজ শনিবার সেই সিদ্ধান্তের সমালোচনা করলেন তিনি ।  তিনি টুইটে বলেছেন, “আমরা প্রত্যেকে আশাবাদী। কিন্তু তার মধ্যেও তিক্ত সত্যিটা হল আমাদের আরও সংঘবদ্ধ কৌশল প্রয়োজন। শুধু লকডাউন  করে সংক্রমণ দূর করা যাবে না। আমাদের দেশে প্রতি এক লক্ষে ১০ জনেরও কম মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে। চিকিৎসা ও আইসোলেশন জনিত পরিকাঠামোর অবস্থা তথৈবচ। ভারতের আরও ভালো প্রাপ্য।” হ্যাশট্যাগ ইন্ডিয়াডিজার্ভবেটার ব্যানারে এই পোস্ট করেছেন তিনি।

শুক্রবারও তিনি লকডাউনের সমালোচনায় সরব হয়ে টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, মানুষকে প্রস্তুত হতে না দিয়েই, শুধু দেখানোর জন্য চাপিয়ে দেওয়া হয়েছে এই লকডাউন। আপনারা দেখুন ভারত কত দ্রুত পরিস্থিতি সামাল দিচ্ছে! এই বার্তা দিতেই পরিকল্পনাহীন এই লকডাউনের ঘোষণা। লকডাউনের প্রথম দিন অর্থাৎ বুধবার, তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও সমালোচনায় সরব হয়েছিলেন। টুইটে লিখেছিলেন, ২১ দিন অত্যন্ত বেশি। প্রভাব পড়বে গরিবের রুটি -রুজিতে। আমাদের সামনে কঠিন সময়।

Advertisement

তাঁর প্রাক্তন দলের সুপ্রিমো নীতীশ কুমারকেও একহাত নিয়েছিলেন প্রশান্ত কিশোর। দেশের বিভিন্ন প্রান্তে অসহায় পরিস্থিতিতে দাঁড়িয়ে বিহার থেকে কাজে যাওয়া শ্রমিকরা। কিন্তু তাঁদের রাজ্যে ফেরাতে তৎপর না বিহার সরকার। এভাবেই তোপ দেগেছিলেন তিনি

এদিকে, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, শনিবার দুপুর ১২টা পর্যন্ত দেশে করোনা সংক্রমিত ৯০০ ছাড়িয়েছে। মৃত ২১। কেরলে প্রথম মৃত্যুর খবর মিলেছে। এর্নাকুলামের ৬৯ বছরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে খবর। তিনি সম্প্রতি দুবাই থেকে ফিরেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য দেশে প্রথম করোনা সংক্রমণের খবর কেরল থেকেই মিলেছিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 − one =